![আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) বলেছেন:
“আল্লাহ বলেন: আমার বান্দা যখন কোন পাপ করার ইচ্ছা করে, তখন তোমরা (লেখক ফেরেসতাগন) তা লিখ না যতক্ষণ না সে তা করে। যদি সে তা করে সমান পাপ লিখ। আর যদি সে তা আমার কারণে ত্যাগ করে , তাহলে তার জন্য তা নেকি হিসেবে লিখ। আর যদি সে নেকি করার ইচ্ছা করে কিন্তু সে তা করেনি, তার জন্য তা নেকি হিসেবে লিখ। অতঃপর যদি সে তা করে তাহলে তার জন্য তা দশগুণ থেকে সাতশো গুণ পর্যন্ত লিখ”।
[হাদীসে কুদসী:: বুখারি ও মুসলিম]
[শেয়ার করে ছড়িয়ে দিন (" প্রচার করো, যদি একটিমাত্র আয়াতও হয় " (সহীহ বুখারিঃ ৩৪৬১)]](https://scontent-b-sin.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/10857765_684832824948514_4666197462168735786_n.png?oh=cd8aba16be30560ede3796f7fde01bc9&oe=550FD085)
আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) বলেছেন:
“আল্লাহ বলেন: আমার বান্দা যখন কোন পাপ করার ইচ্ছা করে, তখন তোমরা (লেখক ফেরেসতাগন) তা লিখ না যতক্ষণ না সে তা করে। যদি সে তা করে সমান পাপ লিখ। আর যদি সে তা আমার কারণে ত্যাগ করে , তাহলে তার জন্য তা নেকি হিসেবে লিখ। আর যদি সে নেকি করার ইচ্ছা করে কিন্তু সে তা করেনি, তার জন্য তা নেকি হিসেবে লিখ। অতঃপর যদি সে তা করে তাহলে তার জন্য তা দশগুণ থেকে সাতশো গুণ পর্যন্ত লিখ”।
[হাদীসে কুদসী:: বুখারি ও মুসলিম]
No comments:
Post a Comment