Thursday, January 1, 2015

Quran 17:13-14



যারা আল্লাহ্‌ তায়ালা এবং নবীদেরকে অমান্য করলো তাদের জন্যে অত্যন্ত ভয়ঙ্কর আবাস নির্ধারিত করাই আছে, আর তা হল জাহান্নাম । কিন্তু সুখবর তাদের জন্যে, যারা ধর্মভীরু এবং আল্লাহ্‌ তায়ালার হুকুম মোতাবেক সরল, সঠিক ও সত্যের পথে আছে আর সেই দিন তারা থাকবে বিজয়ী, জয়োল্লাসে মত্ত, তাদের কোন ভয় নেই আর তারা অনু পরিমানও চিন্তিত ও দুঃখিত হবে না । তাদের জন্যে তাদের মহান আল্লাহ্‌  কাছে শ্রেষ্ঠ পুরস্কার রয়েছে।
বিস্তারিত পড়তে এই লিংকে ক্লিক করুন ••►
http://www.quraneralo.org/can-i-get-another-chance/3

No comments:

Post a Comment