
কজন সাধারণ ইমানদার মুসলমানকে যদি প্রশ্ন করা হয়,দল বড় নাকি ধর্ম বড়?
প্রশ্নের উত্তর অবশ্যই আসবে ধর্ম বড়!!
যদি ধর্ম বড়হয়,চৌদ্দটা ডিগ্রিধারী রাস্ট্র পরিচালকের মাথায় কি এই সাধারণ কথাটা আসে না ??
আফসোস,যে দেশের মানুষের ঘুম ভাঙ্গে আজানের সুরে !!যে দেশের রাজধানীকে বলা হয়,মসজিদের শহর !!
যেই দেশের শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান!!যেই দেশে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত হয় (বিশ্বইজতেমা) !!যে দেশের বেপর্দা মহিলারা আজানের আওয়াজ শুনলে বলার আগেই মাথায় কাপর উঠে !!যে দেশের ছোট্ট ছোট্ট শিশুরা ঘুম থেকে উঠেই কোরআনবুকে মক্তবে যায় !!যে দেশের সরকারি দল, বিরোধী দল,প্রেশিডেন্ট সহ সব মুসলমান !!যে দেশে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রসা,সেই দেশে কোন নাস্তিক মুর্তাদের ঠাই হবেনা !! হবেনা !!হতে দেওয়া যাবেনা !!
যদি কোন মুসলমানের নুন্যতম ঈমান থাকে,তাহলে সে অবশ্যই ঈমানের বলে বলিয়ান হয়ে প্রতিবাদী কন্ঠ নিয়ে রাস্তায় নেমে আসবে,
এবং আল্লাহর মনোনিত ধর্মের অবমাননাকারীর সঠিক বিচারনা হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না ফিরে যেতে পারেনা !!আজ বাংলার মুসলমানদের একটাই দাবি,লতিফ কাজ্জাবি সহ সকল নাস্তিক মুর্তাদদের, আলাদা "নাস্তিক নিধন ট্রাইব্যুনাল " গঠনকরে বিচার করা !!আমরা জোড় দাবী জানাচ্ছি বর্তমান বাংলাদেশ সরকারের প্রতি,তারা যেন অনতি বিলম্বে এদের বিচার কার্যক্রম শুরু করে !!তা না হলে এইদেশের তাওহিদি জনতা ( অনেক ধৈর্যধারন করেছে) আর ঘরে বসে থাকবে না
No comments:
Post a Comment