
শবে মেরাজ উপলক্ষে নফল সালাত আদায় ও নফল রোজা রাখা কেন বিদআত?
--
কেউ কেউ বলেন এই দিনে মানুষ কিছু নফল ইবাদত করে আর আপনারা তা করতে বাধা দেন কেন?
--
কেউ কেউ বলেন এই দিনে মানুষ কিছু নফল ইবাদত করে আর আপনারা তা করতে বাধা দেন কেন?
প্রকৃতপক্ষে নফল রোজা রাখা বা নফল নামাজ পড়ার জন্যও শরিয়তে দলিল থাকতে হবে । আর এই দিন উপলক্ষে বিশেষ নফল রোজা আর নামায পড়ার শরিয়তে কোন দলিল নেই ।
আপনি যদি সব সময় তাহাজ্জুদ পড়েন , চাশত, ইশরাক, তাহিয়াতুল ওযু এর নামায পড়েন তবে এই দিনেও পড়বেন... যদি সোম বৃহস্পতি রোজা রাখেন যেহেতু রাসুল সা সপ্তাহের এই ২ দিন নফল রোজা রাখতেন তবে আপনিও রাখেন।। কিন্তু যদি তা সব সময় না করেন বরং এই বিশেষ দিনে বিশেষ নিয়তে করেন তবে তা আপনি নিজে নিজে ফজিলত মনে করে করলেন যার কোন দলিল সহি হাদিসে পাওয়া যায় না।
আপনি যদি সব সময় তাহাজ্জুদ পড়েন , চাশত, ইশরাক, তাহিয়াতুল ওযু এর নামায পড়েন তবে এই দিনেও পড়বেন... যদি সোম বৃহস্পতি রোজা রাখেন যেহেতু রাসুল সা সপ্তাহের এই ২ দিন নফল রোজা রাখতেন তবে আপনিও রাখেন।। কিন্তু যদি তা সব সময় না করেন বরং এই বিশেষ দিনে বিশেষ নিয়তে করেন তবে তা আপনি নিজে নিজে ফজিলত মনে করে করলেন যার কোন দলিল সহি হাদিসে পাওয়া যায় না।
ইবাদত এর ফজিলত সাব্যস্ত হবে কুরআন বা সহি হাদিস দিয়ে। এর বাইরে যে কোন ইবাদত আপনি ভাল মনে করে করলে তা হবে আপনার নিজের আবিষ্কার যা শরিয়তে বিদআত বলা হয়। আর বিদআত করলে সেই আমল কবুল হবে না বরং বিদআত এর স্থান হোল জাহান্নাম!!
তাই আসুন বিদআত ছেড়ে সহি সুন্নাহ মত আমল করি।
No comments:
Post a Comment