Tuesday, April 7, 2015

যাদের কবরের আযাব হবে না :




যাদের কবরের আযাব হবে না :
………………………………………………
প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল করসি পাঠ করা "আবু উমামা(রা:)বলেছেন ,যে ব্যাক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল করসি(সূরা বাকারার ২৫৫ নং আয়াত)পাঠ করবে মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতবাসী হবে।(নাসায়ী ,হাদীসটি সহীহ ,আলবানী)[যে ব্যাক্তি মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতবাসী হবে তার তো কবরের আযাব ,জাহান্নামের সাস্তি এগুলোর প্রশ্নিই আসে না ] যারা পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করে এটা শুধু তাদের জন্য মহা সুসংবাদ। আর যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না তাদের সম্পর্কে জেনে নিন রাসূল(সা:) কি বলেছেন ,নবী(সা:)বলেন ,কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব হবে।যদি সালাত ঠিক হয় তবে তার সকল আমল সঠিক বিবেচিত হবে।(তিরমিজি হাদীস সহীহ/২৭৮).তিনি আরও বলেনঃ আমাদের মাঝে আর অমুসলিমদের মাঝে চুক্তি হল সালাত।যে ব্যাক্তি সালাত ছেরে দিল সে কাফের হয়ে যাবে।(মুসনানে আহাম্মদ হাদীস সহিহ/২১৮৫৯).সকলের প্রতি অনুরোধ রইল আজ থেকেই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন ,না হলে পরিনাম বরই খারাপ।অতীতে যত সালাত ছুটে গেছে তার জন্য আল্লাহর কাছে তওবা করুন এখনই।না হলে সময় হয়ত নাও পেতে পারেন।

No comments:

Post a Comment