Monday, April 27, 2015

পর্দার ব্যপারে কোন লিখা লিখলেই, বেপর্দা নারীদের এতো যুক্তি কেন?




পর্দার ব্যপারে কোন লিখা লিখলেই, বেপর্দা নারীদের এতো যুক্তি কেন?
লেজকাটা শিয়াল চায় সকল শিয়ালের লেজ কাটা যাক
পর্দার ব্যপারে কোন লিখা লিখলেই বেপর্দা নারীদের চুলকানি এতো বেড়ে যায় তখন তারা বিভিন্ন যুক্তি নিয়ে আসে। কিন্তু সেই সব যুক্তি নিচের পরিসংখ্যান এর সামনে দাড়াতে পারবে?
কতিপয় অমুসলিম দেশে নারী নির্যাতনের একটি পরিসংখ্যান
১। এক পরিসংখ্যানে প্রকাশ, যুক্তরাষ্ট্রে (১৯০০০০০০) এক কোটি নব্বই লক্ষ মহিলা ধর্ষণের শিকার। (সূত্র: “আজ আমেরিকা বাস্তবতাকে স্বীকার করেছে” নামক গ্রন্থ)
২। ইতালীর মানসিক চিকিৎসা ফেডারেশন এক জরিপ প্রকাশ করে তাতে স্বীকার করেছে যে, ৭০% ইতালিয়ান পুরুষ স্বীয় স্ত্রীদের অধিকার খর্ব করে চলেছে। (মুসলিমের ধ্যান-ধারণা)
৩। আমেরিকায় প্রতি বছর ১ মিলিয়ন (দশলক্ষ) অবৈধ সন্তান ভুমিষ্ট হয় এবং ১ মিলিয়ন অকালে গর্ভপাত করানো হয়। (মান দণ্ডে নারীর কর্মকাণ্ড)
৪। কর্ণেল বিশ্ববিদ্যালয়ের এক জনমত জরিপে প্রকাশ, ৭০% নগর সেবিকা যৌন নির্যাতনের স্বীকার হয়, এবং তাদের মধ্যে ৫৬% ভয়াবহ দৈহিক নির্যাতনের স্বীকার । (পতনের পর নারীর কি অবস্থা।)
৫। শুধুমাত্র জার্মানিতে বছরে ৩৫০০০ (পঁয়ত্রিশ হাজার) নারী ধর্ষণের স্বীকার হয়। আর এ সংখ্যা হলো শুধু পুলিশের নিকট যা রেজিষ্ট্রিকৃত । পক্ষান্তরে ধর্ষনের যে সব ঘটনা রেজিষ্ট্রি হয়না তার সংখ্যা ফৌজদারী পুলিশের মতে উক্ত সংখ্যার পাঁচগুণ হবে। (হাওয়ার প্রতি একটি পত্র)
উক্ত জরিপও উক্ত পরিসংখ্যান কি ঐ লোকদের শ্লোগান ও দাবীকে ভ্রান্ত প্রমাণ করে না?
না কি উক্ত জরিপও পরিসংখ্যান নারী-পুরুষের পরস্পরের প্রতি তারা যা কামনা করে সে ধরণের মর্যাদাবোধের একটি অংশ?!!!!
তারা আসলে চায় কি?
তারা প্রকৃত পক্ষে এর মাধ্যমে সভ্যতা-সংস্কৃতি, উন্নতি ও অগ্রগতি চায়না। তারা চায় মহিলারা যেন তাদের সাহচর্যে বা নিকটে হোক, চায় তারা যেন তাদের কুপ্রবৃত্তি নিবৃত্তির জন্য উন্মুক্ত ভোগের বস্তুতে পরিণত হোক। চায় পৈশাচিক যৌনাচারের লক্ষে উন্মুক্ত সামগ্রী হিসেবে পেতে, যখন ইচ্ছা তখন তাদের সাথে খেল-তামাশায় লিপ্ত থাকতে। তাদের দ্বারা অপকর্মের ব্যবসা চালাতে --- চায় তারা এমন মহিলা যার থাকবেনা কোন লজ্জা, থাকবেনা কোন নিস্কলুষতাবোধ, যারা হবে পশ্চাত্যের চিন্তা-চেতনা ও লক্ষ্য-উদ্দেশ্যের বাস্তব রূপকার, তারা হবে নৃত্য-নাচে সার্বিক পারদর্শী, অভিনয় ও নাচে গানে পারদর্শী এবং চায় যে তারা হবে চিন্তা-
চেতনা, আদর্শ-বিশ্বাস, চরিত্র ও মর্যাদাবোধে স্বাধীন।

No comments:

Post a Comment