Thursday, April 9, 2015

নারীর পোষাকের ব্যাপারে শরীয়তের বিধান কি?




আসসালামুলাইকুম,
নারীর পোষাকের ব্যাপারে শরীয়তের বিধান কি?
বিধর্মীদের পোশাক পরা যাবে না।"একদিন কোনো লোক জাঁকজমক রঙের পোশাক পরে মুহাম্মাদ (সা) এর কাছে আসলো। এটা দেখে তিনি বললেন, তোমার এই পোশাক খুলে ফেল কারণ তোমার এই পোশাক বিধর্মীদের চিহ্ন বহন করে। (সহীহ মুসলিম, হাদীস ৫১৭৩)
বিপরীত লিঙ্গের পোশাকের মত পোশাক পরা উচিৎ নয়। “পুরুষ লোকের নারীদের ন্যায় আচরণ করা উচিৎ নয়” (সহীহ বুখারী, হাদীস ৫৮৮৫)
মহান আল্লাহ্‌ বলেন হে নাবী-আমি ইচ্ছা করলে আপনাকে তাদের সাথে পরিচিত করে দিতাম। তখন আপনি তাদের চেহারা দেখে তাদেরকে চিনতে পারতেন এবং আপনি অবশ্যই কথার ভঙ্গিতে তাদেরকে চিনতে পারবেন।
আল্লাহ তোমাদের কর্মসমূহের খবর রাখেন। (সুরা মহাম্মদ-৩০)
এছাড়াও কথা বলা , হাটা চলা ,চিন্তাভাবনা ইত্যাদি ক্ষেত্রে পর্দার ব্যবহার রয়েছে।
আল্লাহ্‌ তায়ালা বলেনঃ,হে নাবী আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, তাঁরা যেন তাদের চাদেরের কিয়দংশ নিজদের উপর টেনে নেয়। এতে তাদের চেনা সহজ হবে। ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। (আল-আহযাব, আয়াত ৫৯)
অনেক মুসলিম বোন অমুসলিম, কাফির, বেদ্বীন নারীদের খোলা-মেলা পোশাক এবং অবাধ চাল-চলন দেখে আফসোস করেন। কিন্তু তাদের মোটেও আফসোস করা উচিৎ নয়।
মহান আল্লাহ্‌ বলেন-পার্থিব জীবনের উপর কাফেরদিগকে উম্মত্ত করে দেয়া হয়েছে।(সুরা বাকারা-২১২)
আল্লাহ্‌ সুবানাহুতায়ালা আরো বলেছেনঃদেশে-বিদেশে কাফেরদের অবাধচাল-চলন যেন তোমাদিগকে মোহে না ফেলে দেয়। এটা হলো সামান্য দিনের প্রাপ্তি। এরপর তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর সেটি হলো অতি নিকৃষ্ট স্থান। (সুরা আলেইমরানঃ ১৯৬-১৯৭)
রাসুল (সাঃ) বলেছেন-“পুরুষেরা গন্ধ পাবে এমন উদ্দেশ্যে আতর বা সুগন্ধি মেখে কোন মহিলা যদি পুরুষদের মাঝে চলাফেরা করে তাহলে সে একজন যিনাকারী মহিলা হিসাবে গণ্য হবে” (আহমাদ ৪/৪১৮, ছহীহুল জামে হাদীছ ১০৫)।
অনেক মা বোনেরা তো এ ব্যাপারে একেবারেই উদাসীন,
রাসুলুল্লাহ (সাঃ) বলেন, ‘সুগন্ধি ছড়ানোর উদ্দেশ্যে কোন মহিলা যদি তা ব্যবহার করে পুরুষদের সামনে যায়, তবে সে একটি বেশ্যা মেয়ে বলে পরিগণিত হবে।’ (আবূ দাঊদ, তিরমিযী, মিশকাত নং ১০৬৫)
মা বোনদের পোশাক যেন এমন আঁট-সাঁট (টাইটফিট) না হয়, যাতে দেহের উঁচু-নিচু গড়ন ব্যক্ত হয়। এটা পুরোপুরি নগ্নতার চেয়ে আরো বেশি দৃষ্টি-আকর্ষী।
পোশাকটি যেন কোন অবিশ্বাসী/কাফেরদের অনুকৃত না হয়।
রাসুল (সাঃ) বলেন, ‘যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবন (লেবাসে-পোশাকে, চাল-চলনে অনুকরণ) করবে, সে তাদেরই দলভুক্ত।’ (আবূ দাঊদ, মিশকাত ৪৩৪৭)
পোশাকটি তা যেন বিপরীত লিঙ্গের পোশাকের অনুরূপ না হয়। মহানবী (সাঃ) সেই নারীদেরকে অভিশাপ দিয়েছেন, যারা পুরুষদের বেশ ধারণ করে এবং সেই পুরুষদেরকেও অভিশাপ দিয়েছেন, যারা নারীদের বেশ ধারণ করে।’ (আবূ দাঊদ ৪০৯৭, ইবনে মাজাহ ১৯০৪ নং)
পোশাকের ব্যাপারে আরো নির্দেশনা পাওয়া যায়।
রাসুল (সাঃ) বলেন- “সাদা পোশাক পরিধান করো কারণ এটা সর্বোত্তম এবং মৃতকে সাদা পোশাকে জড়াও” (সুনান আবু দাউদ, হাদীস ৪০৫০)
আল্লাহ্‌ আমরা যেন আমাদের পরিবার পরিজনদের পর্দার বিতরে রেখে সঠিক পথে চালাতে পারি সেই তৌফীক দান করুন ।

No comments:

Post a Comment