
/---পহেলা বৈশাখ পালনের নামে যে কাজ গুলো আমাদের দেশে অবশ্যই হয়---/
১- বিভিন্ন জায়গায় গায়কদের নিয়ে এসে গানের অনুষ্ঠান করা।
২- নারীপুরুষের অবাধ মেলামিশা এমনকি অনুষ্ঠানগুলোতে গানের পাশাপাশি ছোটবেলায় মা বাবা খুব যত্ন করে যে নাচের শিক্ষক রেখে দেন তাদের থেকে যে শিল্পকর্ম শিখে নেওয়া হয় সেটা দেখাতেও কার্পণ্য করা হয় না।
৩- কমন যেটা হবেই সেটা হল- ২০-৩০হাজার টাঁকা দিয়ে ১ জোরা ইলিশ কিনতে হবে, নইলে ইগোতে লাগবে, সবাই কিনছে আর আমি কিনবো না?
পর্যালোচনা করুন আপনার এই কাজগুলো-
ইসলামে ১- গানবাজনা হারাম, ২- নারীপুরুষের অবাধ মেলামিশা হারাম, ৩- অপচয়কারিকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’লা শয়তানের ভাই বলেছেন। তোঁ আপনি যে, কমপক্ষে উপরের ২ কাজ না করলেও ৩- ইলিশ পান্তার মাধ্যমে অপচয়ের যে কাজটা করছেন তাতে আপনি আল্লাহ্র কাছে কি হিসাবে বিবেচিত হচ্ছেন একটু ভেবে দেখবেন আর সর্বোপরি এটা আমাদের ইসলামিক কালচার নয় সুতরাং কোন ভাবেই আমরা এটা অনুসরণ করতে পারি না।
যারা ইলিশ কেনার প্রস্ততি নিচ্ছেন, ছেলে মেয়েদের নববর্ষের পোশাক কিনে দেওয়ার প্রস্ততি নিচ্ছেন, ঐ দিন কিভাবে উদযাপন করবেন সে বিষয়ক প্রোগ্রাম তৈরি করছেন, তাদেরকে আল্লাহ এবং তার সুস্পষ্ট দ্বীন ইসলাম সম্পর্কে স্মরণ করিয়ে দিচ্ছি।যারা না জেনে করে তাদের ব্যাপারটা তোঁ আলাদা কিন্তু জানার পরেও যারা প্রত্যাখ্যান করে দুর্ভোগ তোঁ মূলত তাদেরই জন্য।
No comments:
Post a Comment