
আয়াতুল কুরসি তিলায়তের ফযিলতসমূহ, যা আপনার অবশ্যই জানা দরকার-
১- আবু উমামা থেকে বর্ণিত যে, রাসূল (সাঃ) বলেছেন: ‘‘যে ব্যক্তি প্রতি ফরয সালাতের পর আয়াতুল কুরসী পাঠ করবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতবাসী হবে’’। [সহিহ নাসায়ী, সিলসিলাহ সহিহাহ-৯৭২]
২- রাসূল (সাঃ) বলেছেন : যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসী পড়বে শয়তান সারা রাত তার নিকটে যাবে না।(বুখারী)
৩- রাসূল (সাঃ) বলেছেন, যে বেক্তি সকালে আয়াতুল কুরসি পাঠ করবে(সূরা বাকারা-২৫৫), সে বিকাল হওয়া পর্যন্ত জিন-সয়তান থেকে আল্লাহ্র আশ্রয়ে থাকবে, আর যে বেক্তি বিকালে তা পাঠ করবে সে সকাল হওয়া পর্যন্ত জিন-সয়তান থেকে আল্লাহ্র আশ্রয়ে থাকবে। (হাকিম, সহিহ তারগিব ওয়াত তারহিব)
No comments:
Post a Comment