
আসসালামু আলাইকুম
কতিপয় হারাম বস্তু
যা অনেকে নগণ্য ভাবে
তা থেকে সতর্কতা অপরিহার্য
ঃ
স্ত্রীর বিনা কারণে স্বামীর বিছানায় আসতে অস্বীকার করা
আবূ হুরায়রাহ (রাঃ) নবী করীম )ﷺ( থেকে বর্ণনা করেছেন তিনি বলেন,
إِذَا دَعَا الرَّجُلُ امْرَأَتَهُ إِلَى فِرَاشِهِ فَأَبَتْ فَبَاتَ غَضْبَانَ عَلَيْهَا لَعَنَتْهَا الْمَلاَئِكَةُ حَتَّى تُصْبِحَ
- رواه البخاري
অর্থাৎ, “যখন কোন লোক তার স্ত্রীকে বিছানায় ডাকে, কিন্তু সে আসে না, ফলে স্বামী তার প্রতি অসন্তুষ্ট হয়ে রাত কাটায়। এ অবস্থায় ফিরিশতাগণ তাকে সকাল হওয়া পর্যন্ত অভিশাপ করতে থাকে।” (বুখারী)
অনেক নারীর অভ্যাস হল যখন তার ও তার স্বামীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়, তখন সে এ মনে করে তার (স্বামীর) বিছানার অধিকার থেকে তাকে বঞ্চিত করে যে, তাতে সে শায়েস্তা হবে। অথচ এ থেকেই জন্ম নেয় বড় বড় ফিৎনা যেমন, স্বামীর হারাম কাজে (ব্যভিচারে) লিপ্ত হয়ে পড়া। আবার কখনো সমস্যা স্ত্রীর উপরেই চেপে বসে যখন স্বামী তার উপর অন্য বিবাহ করাতে জেদ ধরে। সুতরাং স্ত্রীর উচিত স্বামীর আহ্বানে সত্বর সাড়া দেওয়া। কেননা, রাসূল )ﷺ( বলেন,
إذا دعا الرجل امرأته إلى فراشه فليجب وإن كانت على ظهر قتب
- صحيح الجامع
অর্থাৎ “যখন স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকবে, তখন সে যেন তাতে সাড়া দেয়, যদিও সে উটের হাওদায় থাকে।” (সাহীহুল জামে)
অনুরূপ স্বামীর উচিত স্ত্রী অসুস্থ হলে, বা গর্ভবতী হলে, অথবা কোন ব্যথাগ্রস্ত হলে, তার খেয়াল রাখা। যাতে সম্পর্ক অটুট থাকে এবং সম্পর্কচ্ছেদ হওয়ার মত পরিস্থিতি সৃষ্টি না হয়।
No comments:
Post a Comment