Tuesday, May 12, 2015

প্রশ্ন : ‘ওয়ায়েস কুরনী’-এর পরিচয় কি?




প্রশ্ন : ‘ওয়ায়েস কুরনী’-এর পরিচয় কি?
রাসূলুল্লাহ (ছাঃ) ‘ওয়ায়েস কুরনী’কে
জামা দান করেছিলেন এবং তিনি
রাসূলুল্লাহ (ছাঃ)-এর মহব্বতে তাঁর
বত্রিশটি দাঁত ভেঙে ছিলেন। এসব কথা
কি সত্য? জানিয়ে বাধিত করবেন।
উত্তর : ওয়ায়েস কুরনী রাসূল (ছাঃ)-এর
যুগের লোক। তবে রাসূলুল্লাহ (ছাঃ)-এর
সাথে তার সাক্ষাত হয়নি। যার কারণে
তিনি ছাহাবী নন, তাবেঈ হিসাবে গণ্য।
রাসূলুল্লাহ (ছাঃ) ‘ওয়ায়েস কুরনী’কে
জামা দান করেছিলেন একথা সত্য নয়
এবং তিনি রাসূলুল্লাহ (ছাঃ)-এর মহব্বতে
বত্রিশটি দাঁত ভেঙ্গে ছিলেন মর্মে
প্রচলিত কথাটি বানোয়াট ও ভিত্তিহীন।
কারো মহব্বতে দাঁত ভেঙ্গে ফেলাও
জায়েয নয়। কারণ এতে সৃষ্টির পরিবর্তন
ঘটে, যা হারাম। যারা সৃষ্টির পরিবর্তন
ঘটায় তাদের প্রতি আল্লাহ লা‘নত
করেছেন (বুখারী, মুসলিম, মিশকাত
হা/৪৪৩১, ‘পোষাক’ অধ্যায়, ‘চুল আঁচড়ানো’
অনুচ্ছেদ)।
‘ওয়ায়েস কুরনীকে নিয়ে বহু
মিথ্যা ঘটনা সমাজে প্রচলিত রয়েছে যার
সবগুলিই বানোয়াট। ওয়ায়েস কুরনী
সম্পর্কে ছহীহ বর্ণনা হল ওমর ইবনুল
খাত্ত্বাব (রাঃ) বলেন, ‘রাসূলুল্লাহ
(ছাঃ)-কে আমি বলতে শুনেছি, নিশ্চয়ই
তাবেঈদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি
হচ্ছে ওয়ায়েস কুরনী (মুসলিম, মিশকাত
হা/৬২৫৭)। অন্য এক বর্ণনায় রাসূলুল্লাহ
(ছাঃ) বলেন, ‘ইয়ামান হ’তে তোমাদের
নিকট এমন ব্যক্তি আসবে, যাকে ওয়ায়েস
বলা হয়’ (মুসলিম, মিশকাত হা/৬২৫৭)।

No comments:

Post a Comment