
আহলে বুজুর্গদের কথিত কারামতের পোস্টমর্টেম (পর্ব-১)
***************************************************
তাবলীগ জামা'আতের মুল পাঠ্যসূচী ফাজায়েলে আমল-এর লেখক প্রখ্যাত দেওবন্দী আলেম জাকারিয়া সাহারানপুরি সাহেব তার বিখ্যাত কিতাব ফাজায়েলে আমল নামক গ্রন্থে একটি গল্প উল্লেখ করেছেনঃ
***************************************************
তাবলীগ জামা'আতের মুল পাঠ্যসূচী ফাজায়েলে আমল-এর লেখক প্রখ্যাত দেওবন্দী আলেম জাকারিয়া সাহারানপুরি সাহেব তার বিখ্যাত কিতাব ফাজায়েলে আমল নামক গ্রন্থে একটি গল্প উল্লেখ করেছেনঃ
‘’এক সৈয়দ সাহেব সম্বন্ধে বর্ণিত আছে- বারদিন পর্যন্ত একই অযুতে সমস্ত নামাজ আদায় করিয়াছেন’’
ফাজায়েলে আমল; ফাজায়েলে নামাজ- শায়খুল হাদীস মুহাম্মাদ যাকারিয়া সাহেব কান্ধলভী (রহঃ); অনুবাদ- মুফতী মুহাম্মাদ উবাইদুল্লাহ। নজরে ছানী ও সম্পাদনা- হাফেজ মাওলানা মুহাম্মাদ যুবায়ের ছাহেব; মাওলানা রবিউল হক ছাহেব;কাকরাইল মসজিদ, ঢাকা। প্রকাশনায়- দারুল কিতাব, বাংলাবাজার, ঢাকা অক্টোবর ২০০১ ই;পৃষ্ঠা নঃ ৯৮
উল্লেখিত বক্তব্যের প্রেক্ষিতে আমরা দু'টি পয়েন্টে জবাব দেয়ার চেষ্টা করছি ইন শা আল্লাহ।
উল্লেখিত বক্তব্যের প্রেক্ষিতে আমরা দু'টি পয়েন্টে জবাব দেয়ার চেষ্টা করছি ইন শা আল্লাহ।
প্রথম পয়েন্টঃ
***********
কোন সুস্থ মস্তিস্কের বিবেক ও যার সামান্যতম বোধশক্তি আছে সে উপরোক্ত কথা সমর্থন করতে পারে না। যদি এইরকম কোন ঘটনা ঘটে থাকে, তাহলে কতগুলো প্রশ্নের উদ্ভব হয়, যেহেতু ‘’বারদিন পর্যন্ত একই অযুতে সমস্ত নামাজ আদায় করিয়াছেন’’ সেহেতুঃ
***********
কোন সুস্থ মস্তিস্কের বিবেক ও যার সামান্যতম বোধশক্তি আছে সে উপরোক্ত কথা সমর্থন করতে পারে না। যদি এইরকম কোন ঘটনা ঘটে থাকে, তাহলে কতগুলো প্রশ্নের উদ্ভব হয়, যেহেতু ‘’বারদিন পর্যন্ত একই অযুতে সমস্ত নামাজ আদায় করিয়াছেন’’ সেহেতুঃ
১/ বারদিনে তিনি একবারও ঘুমান নাই?
২/ বারদিনে তিনি একবারও পেশাব-পায়খানা গমন করেন নাই?
৩/ বারদিনে একবারও তার বায়ু ত্যাগ হয় নাই?
৪/ বারদিনে (যদি বিবাহিত হয়ে থাকেন) একবারও স্ত্রী গমন করেন নাই?
৫/ বারদিনে একবারও তার স্বপ্নদোষ হয় নাই?
২/ বারদিনে তিনি একবারও পেশাব-পায়খানা গমন করেন নাই?
৩/ বারদিনে একবারও তার বায়ু ত্যাগ হয় নাই?
৪/ বারদিনে (যদি বিবাহিত হয়ে থাকেন) একবারও স্ত্রী গমন করেন নাই?
৫/ বারদিনে একবারও তার স্বপ্নদোষ হয় নাই?
দ্বিতীয় পয়েন্টঃ
************
আমাদের আহলে বুজুর্গ ভাইয়েরা উপরোক্ত কথাগুলোর কোনো জবাব দিতে অক্ষম হওয়ায় এই সমস্ত আজগুবি কিসসা-কাহিনীকে ওলীদের কারামত(!) হিসাবে উল্লেখ করে সহজে পার হওয়ার চেষ্টা করেন। এখানেও সমস্যা রয়েছে, কারন কথিত কারামতটি বর্ণনা করা হয়েছে 'এক সৈয়দ সাহেব' সম্পর্কে। গল্পটিকে কারামত হিসাবে প্রচার করলেও তাদেরকে কিছু প্রশ্নের জবাব দিতে হবে।
************
আমাদের আহলে বুজুর্গ ভাইয়েরা উপরোক্ত কথাগুলোর কোনো জবাব দিতে অক্ষম হওয়ায় এই সমস্ত আজগুবি কিসসা-কাহিনীকে ওলীদের কারামত(!) হিসাবে উল্লেখ করে সহজে পার হওয়ার চেষ্টা করেন। এখানেও সমস্যা রয়েছে, কারন কথিত কারামতটি বর্ণনা করা হয়েছে 'এক সৈয়দ সাহেব' সম্পর্কে। গল্পটিকে কারামত হিসাবে প্রচার করলেও তাদেরকে কিছু প্রশ্নের জবাব দিতে হবে।
১) কে এই সৈয়দ সাহেব?
২) কি তার পরিচয়?
৩) কোথায় জন্ম?
৪) তিনি কোন যুগের ওলী?
২) কি তার পরিচয়?
৩) কোথায় জন্ম?
৪) তিনি কোন যুগের ওলী?
শেষ কথাঃ
********
সালাফি/আহলে হাদীসেরা কারামত বিশ্বাস করে। তবে দেওবন্দীদের কিতাবে 'জনৈক বুজুর্গের' নামে উল্লেখিত গাঁজাখোরি কারামত বিশ্বাস করে না।
********
সালাফি/আহলে হাদীসেরা কারামত বিশ্বাস করে। তবে দেওবন্দীদের কিতাবে 'জনৈক বুজুর্গের' নামে উল্লেখিত গাঁজাখোরি কারামত বিশ্বাস করে না।
কারন সেগুলো এমন কারামত(!), যে কারামত সম্পাদনকারীর জন্মের ঠিক নেই, জন্ম সালের ঠিক নেই, দেশের পরিচয় নেই, সর্বোপরি সে কি মুসলিম নাকি অমুসলিম তারও পরিচয় নেই। আর সালাফিরা কারামতের নামে এমন ফালতু কাহিনী স্রেফ একটা ফুঁ দিয়ে উড়িয়ে দেয়।
No comments:
Post a Comment