Monday, May 25, 2015

রমযান বিষয়ক জাল হাদীস -১:




আস সালামুয়ালাইকুম
-
রমযান বিষয়ক জাল হাদীস -১:
=======================
“রমযান মাসের প্রথম অংশ রহমত, মধ্যম অংশ মাগফেরাত ও শেষ অংশ জাহান্নাম থেকে মুক্তির”। 
------------------এ হাদিস মুনকার।
দেখুন: “কিতাবুদ দুয়াফা” লিল উকাইলি: (২/১৬২), “আল-কামেল ফি দুয়াফায়ির রিজাল” লি ইবনু আদি: (১/১৬৫), “কিতাবু ইলালিল হাদিস” লি ইবনু আবি হাতেম: (১/২৪৯), “সিলসিলাতিল আহাদিসুস দায়িফা ওয়াল মাওদুয়াহ” লিল আলবানি: (২/২৬২) ও (৪/৭০)
-
উল্লেখ্য যে আল্লাহ্‌র রহমত, মাগফেরাত ও ক্ষমা বান্দার জন্য প্রশারিত যখনি সে অনুতপ্ত হয়ে ফিরে আসে। ও পশ্চিম দিকে সূর্য উঠা পর্যন্ত এই ক্ষমা ও তাওবার দরজা খোলা থাকবে। একদিনের জন্যও বন্ধ হবে না।

No comments:

Post a Comment