Sunday, May 24, 2015

মৃত ব্যক্তিরা নিজেদের কিংবা অন্য কারো জন্য কিছু করার মতা রাখে না।




এক মুর্খ আমারে কয় কুর'আনের নাকি ৬০০০ হাজার আয়াত আছে
৩ হাজার আলেমদের কাছে আর ৩ হাজার নাকি পির, ফকিরদের কাছে,
আপ্সুস হয় ভন্ডটার জন্য কুর'আনের কত আয়াত জানে না , যার ভিতর সুন্নত নাই গোসল করে না ৬ মাসেও সেই ফকিরেরা আবার কি বুঝে ? pacman emoticon
আর মরা ব্যাক্তির কাছে গিয়ে টাকা দেয়া সম্পুর্ন হারাম, কবরে যে আছে সে কিছুই জানে না
মৃত ব্যক্তিরা নিজেদের কিংবা অন্য কারো জন্য কিছু করার মতা রাখে না।
১। হে নবী! মৃত ব্যক্তিকে তুমি কোন কথা (কোন আহ্বান) শুনাতে পারবে না। (সূরা নামল, ২৭ঃ৮০)
২। হে নবী! তোমার সাধ্য নেই যে, তুমি মৃত ব্যক্তিকে কিছু শোনাবে। (সূরা রুম, ৩০ঃ৫২)
৩। জীবিত ও মৃত সমান হতে পারে না, আল্লাহ যাকে চান শুনার, হে নবী! তুমি সেই লোকদেরক শুনাতে পার না যারা ক্ববর সমূহে দাফন হয়ে রয়েছে। (সূরা ফাতির, ৩৫ঃ২২)
৪। তার চেয়ে বেশী গোমরাহী কে হতে পারে যে আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকছে সি কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিবে না, আর তাদের (জীবিতদের) দোয়া সম্পর্কে তারা (মৃতরা) খবরও রাখে না। (সূরা আহকাফ, ৪৬ঃ৫)
৫। সমস্ত সত্য আহ্বান একমাত্র তাঁরই (আল্লাহর) জন্য, বস্তুত তাঁকে (আল্লাহকে) ছেড়ে অন্য যাদেরকেই তারা অহ্বান করে, তারা তাদের সে আহ্বান কিছুমাত্র সাড়া দিতে পারে না। (সূরা রা’আদ, ১৩ঃ১৪)
৬। যারা আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে ডেকে থাকে, তারা কিছুই সৃষ্টি করতে পারেনি বরং তাদেরকেও সৃষ্টি করা হয়েছে। মরা লাশ, জীবিত নয়, তারা এও জানে না যে, কখন তাদেরকে উত্থিত করা হবে। (সূরা নাহল, ১৬ঃ২০, ২১)

No comments:

Post a Comment