
ভুমিকম্প থেকে হেফাজত থাকার দু’আঃ
===========================
টিভি ও অনলাইন নিউজ গুলো বলছে ঢাকায় ভূমিকম্প হলে ঢাকার চারভাগের একভাগ ভবন ধ্বসে পড়বে নিমিষেই!
এবং সেটা হবে এক ভয়াভহ ব্যাপার আমাদের জন্য।
এবং আমাদের পাপের রাশী এত এত বেশী বেড়ে গেছে যে, এমন আযাব মহান আল্লাহ চাইলে যে কোন সময় আমাদের উপর চাপিয়ে দিতে পারেন!
===========================
টিভি ও অনলাইন নিউজ গুলো বলছে ঢাকায় ভূমিকম্প হলে ঢাকার চারভাগের একভাগ ভবন ধ্বসে পড়বে নিমিষেই!
এবং সেটা হবে এক ভয়াভহ ব্যাপার আমাদের জন্য।
এবং আমাদের পাপের রাশী এত এত বেশী বেড়ে গেছে যে, এমন আযাব মহান আল্লাহ চাইলে যে কোন সময় আমাদের উপর চাপিয়ে দিতে পারেন!
নিচের হাদীসটিতে আকাশ ও মাটির ক্ষতিকর আযাব হতে হেফাজত থাকার জন্য একটি দু’আ শিক্ষা দেওয়া হয়েছে-
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، - وَهُوَ الطَّيَالِسِيُّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبَانَ بْنِ عُثْمَانَ، قَالَ سَمِعْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ، رضى الله عنه يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا مِنْ عَبْدٍ يَقُولُ فِي صَبَاحِ كُلِّ يَوْمٍ وَمَسَاءِ كُلِّ لَيْلَةٍ بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ثَلاَثَ مَرَّاتٍ فَيَضُرُّهُ شَيْءٌ " . وَكَانَ أَبَانُ قَدْ أَصَابَهُ طَرَفُ فَالَجِ فَجَعَلَ الرَّجُلُ يَنْظُرُ إِلَيْهِ فَقَالَ لَهُ أَبَانُ مَا تَنْظُرُ أَمَا إِنَّ الْحَدِيثَ كَمَا حَدَّثْتُكَ وَلَكِنِّي لَمْ أَقُلْهُ يَوْمَئِذٍ لِيُمْضِيَ اللَّهُ عَلَىَّ قَدَرَهُ . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ
-উসমান বিন আফফান ؓ বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন, প্রতিদিন ভোরে ও প্রতি রাতের সন্ধ্যায় যে কোন বান্দা এ দু’আটি তিনবার পাঠ করবে কোন কিছুই তার ক্ষতি করতে পারবে নাঃ
“বিসমিল্লা-হিল্লাযী লা ইয়াদুররু মা 'আস মিহি শাইয়্যূন ফিল আরদি, ওয়ালা ফিস সামায়ি ওয়া হুয়াস সামি’উল ‘আলিম।”
(অর্থঃ আল্লাহ ত’আলার নামে যার নামের বরকতে আকাশ ও মাটির কোন কিছুই কোন অনিষ্ট করতে পারে না, তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، - وَهُوَ الطَّيَالِسِيُّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبَانَ بْنِ عُثْمَانَ، قَالَ سَمِعْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ، رضى الله عنه يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا مِنْ عَبْدٍ يَقُولُ فِي صَبَاحِ كُلِّ يَوْمٍ وَمَسَاءِ كُلِّ لَيْلَةٍ بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ثَلاَثَ مَرَّاتٍ فَيَضُرُّهُ شَيْءٌ " . وَكَانَ أَبَانُ قَدْ أَصَابَهُ طَرَفُ فَالَجِ فَجَعَلَ الرَّجُلُ يَنْظُرُ إِلَيْهِ فَقَالَ لَهُ أَبَانُ مَا تَنْظُرُ أَمَا إِنَّ الْحَدِيثَ كَمَا حَدَّثْتُكَ وَلَكِنِّي لَمْ أَقُلْهُ يَوْمَئِذٍ لِيُمْضِيَ اللَّهُ عَلَىَّ قَدَرَهُ . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ
-উসমান বিন আফফান ؓ বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন, প্রতিদিন ভোরে ও প্রতি রাতের সন্ধ্যায় যে কোন বান্দা এ দু’আটি তিনবার পাঠ করবে কোন কিছুই তার ক্ষতি করতে পারবে নাঃ
“বিসমিল্লা-হিল্লাযী লা ইয়াদুররু মা 'আস মিহি শাইয়্যূন ফিল আরদি, ওয়ালা ফিস সামায়ি ওয়া হুয়াস সামি’উল ‘আলিম।”
(অর্থঃ আল্লাহ ত’আলার নামে যার নামের বরকতে আকাশ ও মাটির কোন কিছুই কোন অনিষ্ট করতে পারে না, তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী)
অধস্তন রাবী বলেন, আবান ؓ এর দেহের একাংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। উক্ত হাদীস বর্ণনাকালে এক ব্যক্তি (অধস্তন রাবী) তার দিকে তাকাতে থাকলে তিনি তাকে বলেন, -তুমি কি দেখছো? শোন! আমি তোমার নিকট যে হাদীস বর্ণনা করেছি তা হুবহু বর্ণনা করেছি। তবে যেদিন আমি পক্ষাঘাতগ্রস্ত হয়েছি সেদিন ঐ দু’আ পড়িনি এবং আল্লাহ তা’আলা তাক্বদীরের লিখন আমার উপর কার্যকর করেছেন।
[তিরমিযী হা/৩৩৮৮; ইবনে মাজাহ হা/৩৮৬৯; আবু দাউদ হা/৫০৮৮, আহমাদ হা/৪৪৮,৫২৯; তাখরীজুল মুখতার ২৯১,২৯২, আত তা’লীকুর রাগীব ১/২২৬, ২২৭]
[তিরমিযী হা/৩৩৮৮; ইবনে মাজাহ হা/৩৮৬৯; আবু দাউদ হা/৫০৮৮, আহমাদ হা/৪৪৮,৫২৯; তাখরীজুল মুখতার ২৯১,২৯২, আত তা’লীকুর রাগীব ১/২২৬, ২২৭]
আল্লাহর আযাব হতে পরিত্রান পেতে বেশী বেশী আল্লাহকে স্মরন (জিকির) করি। বেশী বেশী তওবা করি। শিরক ও বিদ’আত মুক্ত আমলের চর্চায় নিজেদেরকে নিয়োজিত রাখি!
আসুন এই দু’আটি সকলে মুখস্ত করি এবং আমল করি।
আল্লাহ আমাদের সবাইকে আসমান ও যমীনের আযাব হতে রক্ষা করুন।
আমিন...!
আমিন...!
No comments:
Post a Comment