
ইচ্ছা করে ১টা সিয়ামও পরিত্যাগ করলে পরিণাম বড় খারাপ-
‘নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : একদিন আমি সপ্নে দেখলাম যে, একটি সম্প্রদায় উল্টোভাবে ঝুলছে। তাদের গালটি ফাড়া। তা থেকে রক্ত ঝরছে। আমি জিজ্ঞেস করলাম এরা কারা? বলা হল, এরা ঐসব বেক্তি যারা বিনা ওজরে রমজান মাসের সিয়াম ভঙ্গ করেছিলো। (সহিহ ইবনে খুজাইমা)
সুতরাং যারা সিয়াম পালন করেন কিন্তু ১০টা বা ১৫টা বা ২০টা বা মোটেও করেন না, সাবধান হয়ে যান। আল্লাহ তা’লা ফরজ করেছেন রমজান মাস সিয়াম পালন করতে হবে, করতেই হবে কোন বিকল্প নেই।
No comments:
Post a Comment