সুদদাতা, সুদগ্রহিতা, সুদের চুক্তিপএের লেখক ও সাক্ষী সকলকে আল্লাহর রসুল( সঃ) অভিশাপ দিয়েছেন আর বলেছেন সকলেই সমান অপরাধী। সুদ সম্পর্কিত কয়েকটি হাদীস---
১. সুদের সবচেয়ে ছোট পাপ মায়ের সাথে যেনা করা (না'উজুবিল্লাহ)। [ইবনে মাজাহঃ ১৮৪৪]
১. সুদের সবচেয়ে ছোট পাপ মায়ের সাথে যেনা করা (না'উজুবিল্লাহ)। [ইবনে মাজাহঃ ১৮৪৪]
২. জেনেশুনে ১ দিরহাম (একক) সুদ খাওয়া ৩৬ বার ব্যাভিচারের সমান [আহমাদঃ ৫/৩৩৫]
৩. সুদের পাপ ৭০ টি। [ইবনে মাজাহঃ ২২৭৮]
৪. সুদ এর সাথে সংযুক্ত সবাইকে অভিশাপ দেয়া হয়েছে। [মুসলিমঃ ১৪৯৮]
৫. সুদ ছেড়ে না দেয়া আল্লাহ ও তার রসুল (সঃ) এর সাথে যুদ্ধের শামিল। [সুরা বাক্বরঃ ২৭৮]
৬. সুদ সাতটি ধ্বংসাত্মক কাজের একটি। [বুখারীঃ ২৭৬৬]
৭.হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা. সুদদাতা, সুদের চুক্তিপত্রের লেখক ও সাক্ষী সকলকে অভিশাপ দিয়েছেন এবং বলেছেন তারা সকলে সমান অপরাধী। [মুসলিম ২/২৭]
৭.হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা. সুদদাতা, সুদের চুক্তিপত্রের লেখক ও সাক্ষী সকলকে অভিশাপ দিয়েছেন এবং বলেছেন তারা সকলে সমান অপরাধী। [মুসলিম ২/২৭]
No comments:
Post a Comment