Monday, July 6, 2015

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত,




আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত,
'' এক সাহাবী রাসুল (সঃ) কে জিজ্ঞেস করলেন, কোন দানের ছওয়াব বেশী? রাসুল (সঃ) বললেন, সুস্থ ও কৃপণ অবস্থায় তোমার ছাদকা করা। যখন তুমি দরিদ্রের আশংকা করবে এবং ধনী হওয়ার আশা রাখবে এমতাবস্থায় দাণ করা অতি উত্তম। '' (বুখারী হা/১৪২৫)
- শেয়ার করে আপনার মুসলিম ভাইবোনকে এই মূল্যবান হাদিসটি জানার সুযোগ দিন।
আবদুল্লাহ ইবনে মাসঊদ (রাঃ) বলেন, আমি রাসুল (ছাঃ) কে বলতে শুনেছি,
''আল্লাহ্‌ তাআলা ঐ বেক্তির মুখমণ্ডল উজ্জ্বল করুণ, যেই বেক্তি আমার কোন হাদিস শোনে এবং যেভাবে শুনেছে ঠিক সেভাবে অপরের নিকট পৌঁছে দেয়।কেননা অনেকসময় যার নিকট পৌঁছান হয়,সে বেক্তি শ্রোতা অপেক্ষা বেশী জ্ঞেনি হয়।''
(তিরমিজী, ইবনে মাজাহ, দারেমী,সহিহ, মিশকাত হা/২১৬ ইলম অধ্যায়)

No comments:

Post a Comment