Saturday, July 25, 2015

তাওবাহ করা এবং সংশোধন হওয়ার ফাযীলাতঃ





●|● তাওবাহ করা এবং সংশোধন হওয়ার ফাযীলাতঃ ●|●
অবশ্যই আল্লাহ তাদের তাওবাহ গ্রহন করেন, যারা ভুলবশতঃ মন্দ কাজ করার পর অবিলম্বে তাওবাহ করে; এরূপ লোকের তাওবাহ আল্লাহ কবুল করেন।
- [আন-নিসা, আয়াত ১৭]
--------------------------------------------
কিন্তু যারা তাওবাহ করে এবং নিজদের সংশোধন করে নেয় আর যা গোপন করেছিল তা সুস্পষ্টভাবে ব্যক্ত করে, এদেরই তাওবাহ আমি কবুল করি, আমি অতিশয় তাওবাহ কবুলকারী, পরম দয়ালু। - [আল-বাকারাহ, আয়াত ১৬০]
--------------------------------------------
তবে যারা তাওবাহ করে, নিজেদের সংশোধন করে নেয়, আল্লাহ্‌র পথকে মুজবতভাবে আঁকড়ে ধরে এবং আল্লাহ্‌র জন্য স্বীয় দ্বীনে একনিষ্ঠ থাকে, তাঁরা থাকবে মু'মিনদের সংগে। আর শীঘ্রই আল্লাহ মু'মিনদের মহাপুরস্কার দান করবেন।
- [আন-নিসা, আয়াত ১৪৬]
--------------------------------------------
তারপর যে তাওবাহ করে নিজের এ অত্যাচার করার পর এবং নিজেকে শুধরে নেয়, নিশ্চয় আল্লাহ তাঁর তাওবাহ কবূল করেন। আল্লাহ তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু।
- [আল-মায়িদাহ, আয়াত ৩৯]
--------------------------------------------
তবে যারা এরপর তাওবাহ করে এবং নিজেদের সংশোধন করে নেয়। নিশচয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। - [আলে-ইমরান, আয়াত ৮৯]
--------------------------------------------
তোমাদের মধ্যে যে ব্যক্তি না জেনে কোন খারাপ কাজ করার পর তাওবাহ করে নেয় এবং সংশোধন হয়, তবে আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু।
- [আল-আন'আম, আয়াত ৫৪]
--------------------------------------------
অনন্তর যারা অজ্ঞতাবশতঃ খারাপ কাজ করার পর তাওবাহ করে এবং নিজদের সংশোধন করে নেয়, নিশচয় আপনার প্রতিপালক এসবের পরে অবশ্যই পরম ক্ষমাশীল, পরম দয়ালু। - [আন-নাহল, ১১৯]
--------------------------------------------
কিন্তু যারা এরপর তাওবাহ করে এবং নিজেদের শুধরিয়ে নেয়, তবে আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত রহমকারী। - [আন-নূর, আয়াত ৫]
--------------------------------------------
খারাপের প্রতিফল অনুরূপ খারাপ হয়ে থাকে। তবে যে ক্ষমা করে দেয় এবং আপোষে-মিমাংসা করে, তাঁর পুরস্কার আল্লাহ্‌র কাছে রয়েছে। নিশ্চয় তিনি অত্যাচারীদেরকে ভালবাসেন না। - [শুরা, আয়াত ৪০]

No comments:

Post a Comment