
পেইজবুকে যারা নোংড়া ছবি, বাংলা, হিন্দি, ইংলিশ মডেল ইত্যাদী প্রচার করছেন তারা নিম্নের হাদীসটি ভাল করে বুঝে নিন যদি মুসলমান হয়ে থাকেনা
আপনি কি ভাবছেন?
আপনি নোংড়া ছবি প্রচারের মাধ্যমে শূধু আপনার পাপটিই আপনার উপর বার্তাবে? না কক্ষনো নয়।আপনার এই প্রচারের মাধ্যমে যত দিন পর্যন্ত যত লোক পাপে লিপ্ত হবে, এই প্রত্যেকের পাপ আপনার উপর বার্তাবে।আপনি কি চান? যে আপনার এই অশালীন ছবি প্রচারের মাধ্যমে অন্য লোক গুনাহ করবে আর তা আপনার উপর চেপে আসুক? তা কখনও চাইবেন না, যদি না চান তাহলে আজ থেকে তাওবা করে এই সব অশ্লীলতা প্রচার বন্ধ করুন।মনে রাখবেন এই পেইজবুক যেন আপনার জন্য জাহান্নামের কারন হয়ে না দাড়ায়।
আর যারা এই নোংড়া ছবি গুলোকে লাইক দিচ্ছেন তার মানে এই নোংরা ছবি গুলোকে আপনি সাপোর্ট করলেন তাই তো? আল্লাহ ও রাসুলের কথা আপনার পছন্দ হয় না, পছন্দ হয় নোংড়া ছবি গুলো, তাহলে আপনার জন্যও এই একি হুকুম।
আপনি কি ভাবছেন?
আপনি নোংড়া ছবি প্রচারের মাধ্যমে শূধু আপনার পাপটিই আপনার উপর বার্তাবে? না কক্ষনো নয়।আপনার এই প্রচারের মাধ্যমে যত দিন পর্যন্ত যত লোক পাপে লিপ্ত হবে, এই প্রত্যেকের পাপ আপনার উপর বার্তাবে।আপনি কি চান? যে আপনার এই অশালীন ছবি প্রচারের মাধ্যমে অন্য লোক গুনাহ করবে আর তা আপনার উপর চেপে আসুক? তা কখনও চাইবেন না, যদি না চান তাহলে আজ থেকে তাওবা করে এই সব অশ্লীলতা প্রচার বন্ধ করুন।মনে রাখবেন এই পেইজবুক যেন আপনার জন্য জাহান্নামের কারন হয়ে না দাড়ায়।
আর যারা এই নোংড়া ছবি গুলোকে লাইক দিচ্ছেন তার মানে এই নোংরা ছবি গুলোকে আপনি সাপোর্ট করলেন তাই তো? আল্লাহ ও রাসুলের কথা আপনার পছন্দ হয় না, পছন্দ হয় নোংড়া ছবি গুলো, তাহলে আপনার জন্যও এই একি হুকুম।
আল্লাহ তা‘আলা বলেছেন,
﴿ إِنَّ ٱلَّذِينَ يُحِبُّونَ أَن تَشِيعَ ٱلۡفَٰحِشَةُ فِي ٱلَّذِينَ ءَامَنُواْ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِۚ ﴾ [النور: ١٩]
অর্থাৎ “যারা মু’মিনদের মাঝে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য দুনিয়া ও আখেরাতে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে।” (সূরা নূর ১৯ আয়াত)
وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه : أنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، قَالَ: «مَنْ دَعَا إِلَى هُدَىً، كَانَ لَهُ مِنَ الأَجْرِ مِثْلُ أجُورِ مَنْ تَبِعَه، لاَ يَنْقُصُ ذلِكَ مِنْ أجُورِهمْ شَيئاً، وَمَنْ دَعَا إِلَى ضَلاَلَةٍ، كَانَ عَلَيهِ مِنَ الإثْمِ مِثْلُ آثَامِ مَنْ تَبِعَهُ، لاَ يَنْقُصُ ذلِكَ مِنْ آثَامِهِمْ شَيئاً». رواه مسل
আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘যে ব্যক্তি (কাউকে) সৎপথের দিকে আহ্বান করবে, সে তার প্রতি আমলকারীদের সমান নেকী পাবে। এটা তাদের নেকীসমূহ থেকে কিছুই কম করবে না। আর যে ব্যক্তি (কাউকে) ভ্রষ্টতার দিকে আহ্বান করবে, তার উপর তার সমস্ত অনুসারীদের গোনাহ চাপবে। এটা তাদের গোনাহ থেকে কিছুই কম করবে না।’’(মুসলিম)
No comments:
Post a Comment