
খাওয়ার শুরু ও শেষের সূন্নাহঃ
**************
উমার ইবনে আবূ সালামাহ রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন, (একদা খাবার সময়) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন,
‘‘(শুরুতে) ‘বিসমিল্লাহ’ বল,
ডান হাত দ্বারা আহার কর এবং
তোমার নিকট (সামনে) থেকে খাও।’’
[সহীহুল বুখারী ৫৩৭৬, ৫৩৭৭, ৫৩৭৮, মুসলিম ২০২২ ]
**************
উমার ইবনে আবূ সালামাহ রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন, (একদা খাবার সময়) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন,
‘‘(শুরুতে) ‘বিসমিল্লাহ’ বল,
ডান হাত দ্বারা আহার কর এবং
তোমার নিকট (সামনে) থেকে খাও।’’
[সহীহুল বুখারী ৫৩৭৬, ৫৩৭৭, ৫৩৭৮, মুসলিম ২০২২ ]
আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
‘‘তোমাদের কেউ যখন আহার করবে, সে যেন শুরুতে আল্লাহ তা‘আলার নাম নেয়।
যদি শুরুতে আল্লাহর নাম নিতে ভুলে যায়,
তাহলে সে যেন বলে ‘বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহ।’’
[আবূ দাউদ ৩৭৬৭, তিরমিযী ১৮৫৮, ইবনু মাজাহ ৩২৬৪]
‘‘তোমাদের কেউ যখন আহার করবে, সে যেন শুরুতে আল্লাহ তা‘আলার নাম নেয়।
যদি শুরুতে আল্লাহর নাম নিতে ভুলে যায়,
তাহলে সে যেন বলে ‘বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহ।’’
[আবূ দাউদ ৩৭৬৭, তিরমিযী ১৮৫৮, ইবনু মাজাহ ৩২৬৪]
খাবারের পর দু'আঃ
******************
"রাসুল ( সাল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম) বলেন, "যে খাবার খেয়ে নিম্নোক্ত দু'আ টি পড়বে তার পুর্বের, ""পাপ " ক্ষমা করে দেওয়া হবে "
" আলহামদুলিল্লাহিল্লাজি- আত্বআ'মানি-হা-জা ওয়া রযাক্বোনি-হি মিন গয়রি হাউলিমমিন্নি-
ওয়ালা ক্বুউওয়াহ "
অর্থঃ সেই আল্লাহর সমস্ত প্রসংসা যিনি আমাকে পরিশ্রম ও প্রচেষ্টা ছাড়াই খাওয়ালেন ও রুযী দান করলেন। "
( সহিহ আত-তিরমীযী হা/৩৪৫৮,সহিহ ইবনে মাজাহ হা/ ৩২৭৬)
******************
"রাসুল ( সাল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম) বলেন, "যে খাবার খেয়ে নিম্নোক্ত দু'আ টি পড়বে তার পুর্বের, ""পাপ " ক্ষমা করে দেওয়া হবে "
" আলহামদুলিল্লাহিল্লাজি- আত্বআ'মানি-হা-জা ওয়া রযাক্বোনি-হি মিন গয়রি হাউলিমমিন্নি-
ওয়ালা ক্বুউওয়াহ "
অর্থঃ সেই আল্লাহর সমস্ত প্রসংসা যিনি আমাকে পরিশ্রম ও প্রচেষ্টা ছাড়াই খাওয়ালেন ও রুযী দান করলেন। "
( সহিহ আত-তিরমীযী হা/৩৪৫৮,সহিহ ইবনে মাজাহ হা/ ৩২৭৬)
No comments:
Post a Comment