
আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আমরা কিভাবে স্বর্নের যাকাত আদায় করব, তা নিয়ে বিস্তারিত আলোচনা করার প্রয়াস চালাব। যদি আল্লাহ সহায় হন।
স্বর্নের যাকাত ওয়াজীব হওয়ার শর্ত:
# নিসাব পরিমান স্বর্ন থাকতে হবে। ( নিসাব হল ২০ মিসকাল/ ২০ দিনার / ৮৫ গ্রাম)।
# বছর অতিবাহিত হতে হবে।
পরিমাপের পদ্ধতি:
৮৫ ( স্বর্নের নিসাব) * প্রতি গ্রাম স্বর্নের মূল্য ।
উদাহরন: ধরুন প্রতি গ্রাম স্বর্নের মূল্য ১০০০ টাকা। তাহলে অংক হবে এভাবে ৮৫*১০০০ = ৮৫০০০/=
৮৫ গ্রামে কতটাকা যাকাত আসে??
আমাদের মনে রাখতে হবে স্বর্নের যাকাত ( চার দশমাংশ অর্থ্যত ১০/ ৪ = ২.৫) ২.৫% ।
সহজ পদ্ধতি হল, আপনার স্বর্নের মূল্য যত টাকা আসবে, তা ৪০ দিয়ে ভাগ দিবেন।
আমরা পূর্বে স্বর্নের মূল্য ১০০০ টাকা গ্রাম ধরে ৮৫ গ্রামের মূল্য বের করেছিলাম ৮৫০০০ টাকা, তাহলে এটার যাকাত আসবে ২.৫% করে ধরলে,
৮৫০০০ ভাগ ৪০ = ২১২৫ টাকা।
বি: দ্র: আপনার গচ্ছিত টাকার যাকাত একই পদ্ধতিতে নির্নয় করতে পারবেন। কারন টাকার / অর্থের মুল স্বর্ন / রৌপ্য।
আল্লাহু আ’লাম
আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি সমস্ত ভূল ভ্রান্তি থেকে।
খালিদ আব্দুল্লাহ
ইসলামি বিশ্ববিদ্যালয় মাদিনা আল মুনাওয়ারাহ, সৌদি আরব।
~~~~~~~~~~~
৮ আনা = ৫.৮৩২ গ্রাম
১৪ আনা = ১০.২০৬ গ্রাম
১ ভরি = ১১.৬৬৪ গ্রাম
No comments:
Post a Comment