Tuesday, May 23, 2017

প্রশ্ন:কোন ব্যক্তি যদি অসুস্থতার জন্য রোজা না রাখে এবং কাফফারা না দিয়ে মারা যায় তাহলে এই অবস্থায় করণীয় কি হবে?






প্রশ্ন:কোন ব্যক্তি যদি অসুস্থতার জন্য রোজা না রাখে এবং কাফফারা না দিয়ে মারা যায় তাহলে এই অবস্থায় করণীয় কি হবে?
============
উত্তর: ১. আয়েশা (রাঃ)হতে বর্ণিত, রাসূল (সঃ) বলেছেন,"রোজার ক্বাযা জিম্মায় রেখে যদি কোন ব্যক্তি মারা যায় তাহলে তার অভিভাবক তার পক্ষ থেকে রোজা আদায় করবে।"
২. নবী করিম(সঃ) এর নিকট এক ব্যক্তি এসে বলল,"হে আল্লাহর রাসূল,আমার মা ১ মাসের রোজা জিম্মায় রেখে মারা গেছেন।আমি কি তার পক্ষ হতে এই রোজা আদায় করতে পারি? নবী করিম (সঃ) বলেছেন, হ্যা।আল্লাহর ঋণ পরিশোধ করাই হলো অধিকযোগ্য।"
অর্থাৎ, কোন ব্যক্তি যদি রোজা আদায় করার মতো সুস্থ হওয়ার পূর্বে মারা যায়,তাহলে তার পক্ষ থেকে রোজা আদায় করতে হবেনা।আর যদি সে সুস্থ হয়ে উঠে কিন্তু রোজার ক্বাযা আদায় না করে মারা যায়, তাহলে তার পক্ষ হতে ক্বা্যা রোযা আদায় করতে হবে।
*হাদীস নং
১. বুখারি- ১৯৫২, মুসলিম- ১১৪৭.
২. বুখারি- ১৯৫৩, মুসলিম - ১১৪৮.
বই:"ফাতাওয়া আরকানুল ইসলাম" প্রশ্নোত্তর নং -৪৩৮.

No comments:

Post a Comment