
দুআর আদব সমূহ কি কি?
দুআর ১৪টি আদব
~~~~~~
🔹 ১-বিনয়-বিনম্রতা ও একাতগ্রতা সাথে দুআ করা।
🔹 ২-সংকল্প ও আকুতির সাথে দুআ করা, দুআ কবুলে প্রবল আশাবাদী হওয়া। আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন :
দুআর ১৪টি আদব
~~~~~~
إذا دعا أحدكم فليعزم المسألة، ولا يقولن: اللهم إن شئت فأعطني، فإنه لا مستكره له. رواه البخاري: 5863
“যখন তোমরা দুআ করবে, তখন প্রার্থিত বিষয়টি লাভের ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখবে, এবং বলবে না- হে আল্লাহ ! যদি তুমি চাও আমাকে প্রদান কর, কেননা, আল্লাহকে বাধ্যকারী কেউ নাই।” বুখারী-৫৮৬৩
শাইখ Abdullahil Hadi
===========
দুআর ১৪টি আদব:
দুআর ১৪টি আদব:
দুআ করার অনেক আদব রয়েছে। সেগুলো থেকে বাছায় করে ১৪টি আদব উল্লেখ করা হল:
১। দোয়াকারীকে আল্লাহর রুবুবিয়্যত, উলুহিয়্যত ও আসমা-সিফাতের প্রতি একত্ববাদী হতে হবে।
২। একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দোয়া করা।
৩। আল্লাহ্র সুন্দর নাম ও গুণাবলী দিয়ে তাঁকে ডাকা।
৪। দোয়া করার পূর্বে আল্লাহর যথোপযুক্ত প্রশংসা করা।
৫। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর দরুদ পড়া।
৬। কিবলামুখী হয়ে দোয়া করা।
৭। দুই হাত তোলা।
৮। আল্লাহর প্রতি এ একীন রাখা যে, আল্লাহ দোয়া কবুল করবেন এবং মনোযোগ দিয়ে দোয়া করা।
৯। বারবার চাওয়া। বান্দা আল্লাহর কাছে দুনিয়া ও আখেরাতের কল্যাণকর যা ইচ্ছা তা চাইবে, কাকুতি-মিনতি করবে, তবে দোয়ার ফলাফল প্রাপ্তিতে তাড়াহুড়া করবে না।
১০। দৃঢ়তার সাথে দোয়া করা।
১১। অনুনয়-বিনয়, আশা ও ভয় প্রকাশ করা।
১২। তিনবার করে দোয়া করা।
১৩। ভাল খাবার ও ভাল পোশাক গ্রহণ করা (ভাল হতে হলে হালাল হওয়া জরুরী)।
১৪। গোপনে দোয়া করা, শব্দ না করা।
বিস্তারিত পড়ুন:
https://islamqa.info/bn/36902
২। একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দোয়া করা।
৩। আল্লাহ্র সুন্দর নাম ও গুণাবলী দিয়ে তাঁকে ডাকা।
৪। দোয়া করার পূর্বে আল্লাহর যথোপযুক্ত প্রশংসা করা।
৫। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর দরুদ পড়া।
৬। কিবলামুখী হয়ে দোয়া করা।
৭। দুই হাত তোলা।
৮। আল্লাহর প্রতি এ একীন রাখা যে, আল্লাহ দোয়া কবুল করবেন এবং মনোযোগ দিয়ে দোয়া করা।
৯। বারবার চাওয়া। বান্দা আল্লাহর কাছে দুনিয়া ও আখেরাতের কল্যাণকর যা ইচ্ছা তা চাইবে, কাকুতি-মিনতি করবে, তবে দোয়ার ফলাফল প্রাপ্তিতে তাড়াহুড়া করবে না।
১০। দৃঢ়তার সাথে দোয়া করা।
১১। অনুনয়-বিনয়, আশা ও ভয় প্রকাশ করা।
১২। তিনবার করে দোয়া করা।
১৩। ভাল খাবার ও ভাল পোশাক গ্রহণ করা (ভাল হতে হলে হালাল হওয়া জরুরী)।
১৪। গোপনে দোয়া করা, শব্দ না করা।
বিস্তারিত পড়ুন:
https://islamqa.info/bn/36902
No comments:
Post a Comment