Wednesday, June 14, 2017

কোন কোন কারনে রোজা ভাঙ্গবে না?






কোন কোন কারনে রোজা ভাঙ্গবে না?
----------------------------------
যে সব কারনে রোজা ভাঙে না-------------
১- অনিচ্ছাকৃত বমি করলে
২- কেটে রক্ত বের হলে তবে যদি এতে কেউ অসুস্থ হয়ে যায় বা দুর্বল হয়ে যায় তবে ভাংবে ও ১ টি রোজা কাজা করে নিবে।
৩- ভুল করে রোজা অবস্থায় খেয়ে ফেললে রোজা ভাংবে না
৪- কারো রোজা অবস্থায় স্বপ্ন দোষ হলে রোজা ভাংবে না। তবে গুসল করা ফরজ।
৫- কোন ব্যাক্তি রোযার নিয়ত করার পর যদি দিনের কিছু অংশ বা সারা দিন বেহুশ হয়ে থাকে তবে রোজা সহি হবে
৬- চোখ এ সুরমা লাগালে এবং কানে বা চোখে ঔষধের ফোটা গ্রহন করলে।
৭- ইন্সুলিন নিলে, বা ভিটামিন নয় এমন ইঞ্জেকশন নিলে
৮- ব্রাশ দিয়ে রোজা অবস্থায় দাত মাজলে বা মেসওয়াক করলে, তবে উত্তম ব্রাশে পেস্ট ব্যবহার করবে না।।
৯- তরকারি বা ইত্যাদির স্বাদ গ্রহন করলে... যেমন ওযু করতে পানির স্বাদ নেয়া হয়, এতে ওযু ভাঙে না।
১০- পানি দ্বারা ঠাণ্ডা গ্রহন, গোসল, সুগন্ধি ব্যবহার ও তার ঘ্রান নেয়া
১১-স্ত্রিকে চুমা দেয়া বা তার সংস্পর্শে থাকা। তবে এতে যদি রোজা ভেঙ্গে যাওয়ার ভয় থাকে তবে তা থেকে বিরত থাকা।
১২- শিঙ্গা লাগিয়ে রক্ত বের করা বা কাউকে রক্ত দেয়া বা নিজের রক্ত পরীক্ষা করতে অল্প রক্ত বের করা।

No comments:

Post a Comment