Saturday, June 24, 2017

ঈদুল ফিতরের বিধিবিধান!






ঈদুল ফিতরের বিধিবিধান!
===================
 ঈদের রাত হতে তাকবীর পাঠ করাঃ
ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিচের তাকবীর পাঠ করা-
الله أكبر، الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر، ولله الحمد
.
 গোসল করাঃ
ঈদের দিন গোসল করা সুন্নত।
.
 সুঅবয়ব ও উত্তম পোশাক পরিধান করাঃ
ঈদগাহের উদ্দেশ্যে পবিত্র, পরিচ্ছন্ন ও সুন্দর পোশাকে বের হওয়া মুস্তাহাব।
.
 সুগন্ধি ব্যবহার করাঃ
পুরুষদের জন্য ঈদগাহে বের হওয়ার পূর্বে সুগন্ধি ব্যবহার করা সুন্নত।
.
 খেজুর খাওয়াঃ
ঈদগাহের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বে কিছু খাওয়া এবং সেটা বেজোড় সংখ্যক খেজুর হওয়া মুস্তাহাব।
.
 ফিতরা আদায় করাঃ
ফিতরা আনাদায়ী থাকলে ঈদের সালাতের পূর্বেই বিলম্ব না করে তা আদায় করা। ঈদের সালাতের পর তা আদায় করলে সেটি তখন আর ফিতরা থাকলো না, সাধারণ সদাকা হয়ে যাবে।
.
 প্রত্যুষে মাসজিদে গমন করাঃ
মুক্তাদীগণের জন্য সুন্নাত হচ্ছে, ফজরের পরপরই (বিলম্ব না করে) ঈদগাহের উদ্দেশ্যে বের হওয়া যাওয়া। ওয়াক্ত না হওয়া পর্যন্ত ইমাম বিলম্ব করবেন, ইমামের জন্য মুস্তাহাব তথা উত্তম হচ্ছে, ঈদের নামাযের ওয়াক্ত হওয়া পর্যন্ত দেরী করে গমন করা, যাতে তিনি গিয়েই লোকদের নিয়ে ঈদের সালাত আদায় করতে পারেন।
.
 পায়ে হেটে ইদগাহে যাওয়াঃ
ঈদগাহে পদব্রজে গমন করা, পায়ে হেটে ঈদগাহে গমন করা মুস্তাহাব। আর এটি এক বিরাট গোষ্ঠী সালাফে সালেহীনের মত।
.
 পথ পরিবর্তন করাঃ
ঈদগাহে যাওয়ার সময় এক পথে গমন করা এবং ভিন্ন পথে প্রত্যাবর্তন করা সুন্নত।
.
 ঈদ মোবারক বলাঃ
ঈদের দিন পারস্পরিক ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকুম’ বলে কুশল বিনিময় করা মোস্তাহাব!
.
 কবর যিয়ারত করাঃ
কবর যিয়ারতকে শুধু ঈদ দিবসের সাথে নির্দিষ্ট করা নতুন আবিস্কৃত বিদ’আত। ইবনে তাইমিয়া, ইবন বায, আলবানী ও ইবন উসাইমিন রহ. এমত প্রদান করেছেন। আর ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটিও তা অনুসারে ফতোয়া দিয়েছেন।

No comments:

Post a Comment