Friday, June 16, 2017

শবে ক্বদরের নামায কিভাবে পড়তে হবে?





শবে ক্বদরের নামায কিভাবে পড়তে হবে?
“নূরানী নামায শিক্ষা” অথবা প্রচলিত বিভিন্ন ও ওযীফা ও নামায শিক্ষার বইগুলোতে শবে ক্বদরের নামায সম্পর্কে লিখা থাকে, “দুই রাকাতের প্রথম রাকাতে ২০-৫০ বার সুরা কদর পড়তে হবে, দ্বিতীয় রাকাতে ১১ বার অথবা ৭বার সুরা ইখলাস পড়তে হবে।” এরকম বা আরো অনেক দীর্ঘ নামাযের বর্ণনা দেওয়া থাকে। এইগুলো হচ্ছে মানুষের বানানো ধর্ম, আরবীতে যাকে বলা হয় বিদআ’ত। এইরকম কষ্টকর দীর্ঘ নামায ইসলামে নাই। শবে ক্বদরের বিশেষ ধরণের কোনো নামায নেই, এই দিনের নামায অন্য দিনের তারাবীহর নামাযের মতোই। দুই রাকাত, দুই রাকাত করে নামায পড়তে হবে, যত রাকাত ইচ্ছা। সম্ভব হলে লম্বা সুরা দিয়ে নামাযের দাঁড়ানোকে দীর্ঘ করবে হবে, বা দুই-তিনটা সুরা দিয়ে কিরাত লম্বা করবেন। রুকু সিজদার তাসবীহ বেশী করে পড়বে। ইচ্ছা হলে কেউ এগুলো সংক্ষিপ্ত করে রাকাতের সংখ্যা বাড়াতে পারে। যার যা ইচ্ছা, তবে রাসুলুল্লাহ (সাঃ) এর সুন্নত হচ্ছে প্রথমটাম অর্থাৎ নামাযে অধিক পরিমান ক্বুরানের আয়াত পড়ে নামাযকে দীর্ঘ করা। 

No comments:

Post a Comment