Friday, June 16, 2017

বুখারী, মুসলিম






রমাদানের শেষ দশদিন শুরু হল। এ দশের বিজোড় রাত্রিগুলোর মধ্যে হাজার মাসের চেয়ে উত্তম লাইলাতুল ক্বাদর রয়েছে। কিন্তু আমরা ঠিক জানিনা কোনটা সে রাত। বুদ্ধিমানের কাজ হলো ই'তিক্বাফ করা এবং এটাই সুন্নাহ। কিন্তু কেউ যদি চাকরী বা অন্যান্য কারণে তা না করতে পারি তবে যেন ক্বদরের রাত্রের সন্ধান থেকে মাহরুম না হই। কীভাবে? ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ রাত্রগুলি অন্তত কাজে লাগাই। রাতে তো আর অফিস নেই। ইতি'ক্বাফে না থাকতে পারারা যাতে এই শেষ দশ দিনে দিনের বেলায় কর্মক্ষেত্র, বাড়ি, এবং অন্যান্য ক্ষেত্রে বেহুদা কথা না বলি। যথাসম্ভব অযথা কাজ থেকে বিরত থাকি আর ইফতার-সেহরী পার্টি, শপিং, এটা সেটা যথাসম্ভব এড়িয়ে চলি। অযথা ফেইসবুকিং থেকেও বিরত থাকার সংকল্প রাখি। বেশি করে যিকির, ইস্তেগফার, তওবাহ করতে থাকি। অল্প হলেও ই'তিকাফের নিয়তে মসজিদে থাকার চেষ্টা করি। আর এ ক'দিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দু'আটা যেন করতে থাকি-
: اَللهم إنَّكَ عَفُوٌ تُحِبُّ العَفْوَ فَاعْفُ عَنّي
অর্থাৎ হে আল্লাহ! নিশ্চয় তুমি ক্ষমাশীল, ক্ষমা ভালবাসো। সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও।

No comments:

Post a Comment