বিয়েতে গায়েহলুদ দেওয়া বৈধ কি?
সকল প্রশংসা একমাত্র আল্লাহ্র জন্য, বিয়েতে গায়ে হলুদ দেওয়ার যে অনুষ্ঠান আমাদের দেশে বা ভারতে চালু আছে তা এসেছে হিন্দুদের কাছে থেকে। এরূপ অনুষ্ঠান করে গায়ে হলুদ দেওয়া সম্পূর্ণ নিশিদ্ধ। এই অনুষ্ঠানে যেসব কার্যকলাপ হয় তা একজন মুসলিমের কর্ম হতে পারে না। তাই এরূপ অনুষ্ঠান করা হারাম এবং তাতে অংশগ্রহণ করাও হারাম।
রাসূল (সাল্লাল্লাহু'আলাইহী'ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি কোন জাতির অনুকরণ করবে, সে সেই জাতির দলভুক্ত হবে...[আবু দাউদ]
অর্থাৎ, সে হিন্দুদের দলভুক্ত হবে। তবে কনের বা বরের সাজসজ্জার উপকরণ হিসেবে, হলুদ ব্যবহারে কোন বাধা নেই। আল্লাহ্ আমাদের সফলতা দান করুন এই দুনিয়ায় এবং আখেরাতে। সালাম ও দরুদ বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ এর উপর, তাঁর পরিবার এবং সাথীদের উপর।
No comments:
Post a Comment