Sunday, October 22, 2017

🍃🌸: *আযান শেষে দুয়া:*




🍃🌸: *আযান শেষে দুয়া:*
মুয়াযযিনের কথার জবাব দেওয়া শেষ করার পর দরুদে ইব্রাহিম ১ বার পড়বে। এরপর নিচের দুয়াটা বলবে,

اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلاَةِ الْقَائِمَةِ، آتِ مُحَمَّداً الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامَاً مَحمُوداً الَّذِي وَعَدْتَهُ
*হে আল্লাহ! এই পরিপূর্ণ আহ্বান এবং প্রতিষ্ঠিত সালাতের রব্ব! মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে ওসীলা তথা জান্নাতের একটি স্তর এবং ফযীলত তথা সকল সৃষ্টির উপর অতিরিক্ত মর্যাদা দান করুন। আর তাঁকে মাকামে মাহমূদে (প্রশংসিত স্থানে) পৌঁছে দিন, যার প্রতিশ্রুতি আপনি তাঁকে দিয়েছেন।
আল্লা-হুম্মা রববা হা-দিহিদ্ দা‘ওয়াতিত্ তা-ম্মাহ ওয়াস সলা-তিল ক্ব-’ইমাহ আ-তি মুহাম্মাদানিল ওয়াসীলাতা ওয়াল ফাদীলাহ ওয়াব্‘আছহু মাক্ব-মাম মাহমূদানিল্লাযী ওয়া‘আদতাহ।
( আহমাদ ৩/৪১৯, নং ১৫৪৬১, সহীহ সনদে। আর ইবনুস সুন্নী, নং ৬৩৭; আরনাঊত তার ত্বাহাভীয়ার তাখরীজে এর সনদকে বিশুদ্ধ বলেছেন, পৃ.১৩৩। আরও দেখুন, মাজমা‘উয যাওয়ায়েদ ১০/১২৭।)

No comments:

Post a Comment