Sunday, October 22, 2017

মসজিদে আসা যাওয়ার আদবসমূহঃ






মসজিদে আসা যাওয়ার আদবসমূহঃ
=========================
মসজিদে প্রবেশ থেকে বের হওয়া পর্যন্ত যে সকল আদব রক্ষা করা জরুরী তা হলোঃ-
রাকআত ছুটে যাওয়ার অশংকা থাকলেও ধীরে-সুস্থে মসজিদে গমন করা। [বুখারী হা/৯০৮; মুসলিম হা/৬০২; মিশকাত হা/৬৮৬]
মসজিদে যাওয়ার সময় স্বাভাবিকভাবে যাওয়া এবং উভয় হাতের আঙ্গুলগুলোকে পরস্পরের মধ্যে প্রবেশ না করানো [আবূদাঊদ হা/৫৬২]
ডান পা আগে দিয়ে প্রবেশ করা এবং বাম পা আগে দিয়ে বের হওয়া। [হাকেম হা/৭৯১, ছহীহাহ হা/২৪৭৮]
মসজিদে প্রবেশের সময় ও বের হওয়ার সময় দো’আ পাঠ করা (মুসলিম হা/৭১৩, আবুদাঊদ হা/৪৬৫)।
মসজিদে প্রবেশের দুআঃ
اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
(আল্লাহুম্মাফতাহলী আবওয়াবা রাহমাতিকা)
-হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ উম্মুক্ত করে দাও।
.
মসজিদ থেকে বের হওয়ার দুআঃ
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
(আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাযলিকা)
-হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার অনুগ্রহ প্রর্থনা করছি।
.
কাঁচা পেয়াজ, রসুন বা যে কোন দুর্গন্ধযুক্ত বস্ত্ত খেয়ে মসজিদে প্রবেশ না করা। [বুখারী, মুসলিম; মিশকাত হা/৪১৯৭]
অপ্রয়োজনীয় কথাবার্তা, গল্প-গুজব, হৈচৈ থেকে বিরত থাকা। এমনকি উচ্চৈঃস্বরে কুরআন পাঠ না করা। [তাবারাণী, ছহীহুল জামে হা/৩৭১৪]
যে কোন সময় মসজিদে প্রবেশ করলে দুই রাকআত তাহিয়াতুল মসজিদ সালাত আদায় না করে না বসা। [ বুখারী, মুসলিম, মিশকাত হা/৭০৪]

No comments:

Post a Comment