ওজুর ফজিলত:
.....................
যে ব্যাক্তি অজু করে কুলি করলো এবং নাকে পানি পৌঁছালো,
— তার গুনাহ্সমূহ তার মুখ ও নাক থেকে বের হয়ে যায়।
.
সে তার মুখমন্ডল ধৌত করলে
— তার গুনাহসমূহ তার মুখমন্ডল থেকে বের হয়ে যায়,
এমনকি তার দু চোখের ভ্রুর নিম্নাংশ থেকেও গুনাহসমূহ বেরিয়ে যায়।
.
সে তার উভয় হাত ধৌত করলে
— তার দু হাত থেকে গুনাহসমূহ বেরিয়ে যায়।
.
সে তার মাথা মাসহ করলে
—তার মাথা থেকে গুনাহসমূহ বের হয়ে যায়,
এমনকি তার দু কান থেকেও গুনাহসমূহ বের হয়ে যায়। .
.
সে তার উভয় পা ধৌত করলে
— তার পদদ্বয় থেকেও গুনাহসমূহ ঝরে যায়,
এমনকি তার পদদ্বয়ের নখের নিম্নভাগ থেকেও গুনাহ বের হয়ে যায়।
[ তাখরীজ কুতুবুত সিত্তাহ, মুওয়াত্ত্বা মালিক ৷
হাদীসের মান: সহীহ]
.
#২-রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন,......
আমি কি তোমাদের বলব কোন্ বস্ত্ত দ্বারা আল্লাহ তোমাদের গোনাহ সমূহ অধিকহারে দূর করেন ও সম্মানের স্তর বৃদ্ধি করেন?.....
.
সেটি হ’ল কষ্টের সময় ভালভাবে ওযূ করা,
.
বেশী বেশী মসজিদে যাওয়া ও
.
এক ছালাতের পরে আরেক ছালাতের জন্য অপেক্ষা করা’।
[মুসলিম, মিশকাত হা/২৮২।]
-
-
শুধু এটুকু সুযোগ দিয়েই কিন্তু মহান রব, গাফ্ফার তাঁর দয়ার ভান্ডার বন্ধ করেন নি ,
বরং যে ব্যক্তি প্রত্যেকবার ওযুর পরে 'কালেমা শাহাদাত ' পাঠ করবে তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেয়া হবে, তার যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে এই কথাও 'মুসলীম শরীফের' হাদীসে বলা হয়েছে ,
কালিমা শাহাদাতঃ
أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ
.
আমি সাক্ষ্য দিচ্ছি যে, একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল
.
আশ্হাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা- শারীকা লাহূ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আব্দুহূ ওয়া রাসূলুহূ
.
[মুসলিম ১/২০৯, নং ২৩৪]।
No comments:
Post a Comment