Saturday, November 11, 2017

আমাদের বড় দু:খ, বড় কষ্ট, বড় আফসুস,,,,





আমাদের বড় দু:খ, বড় কষ্ট, বড় আফসুস,,,,
আমাদের দেশের আলিম উলামগন,,,
বড় বড় মাহফিলে, ওয়াজ করেন, কোরআনের তাফসীর করেন, হাদিসের ওয়াজ করেন, 
অনুতাপের বিষয় হল,,,, প্রকৃত ভাবে মুসলমানদের দ্বীন শিক্ষার ব্যপারে তারা উদাশিন, তাদের কি উচিত নয় মানুষকে দ্বীন সম্পর্কে বলা, তালিম দেওয়া,,,, একজন মানুষ, হোক পূরুষ, হোক মহিলা, হারাম, হালাল, বিদাত, পর্দা, সব ব্যপারে বলা উচিত নয় কি? ।
অনেক পূরুষ জানেন না যে দাড়ী রাখতে হবে, পা-এর গোড়ালীর উপরে কাপর পরতে হবে, জর্দা+সিগারেট খাওয়া হারাম, তাবিজ কবজ শরীরে ধারন করা শির্ক, কি ভাবে ওযু করতে হবে, নামাযে খুসু-খুজু সঠিক ভাবে আদায় করতে হবে, । মোট কথা এক জন মুসলিম তার জীবন, পরিপুর্ন,,, ইসলামের বিধান মোতাবেক কি ভাবে চলতে হবে সে জানেই না, ।
এক জন পূরুষকে যদি জিজ্ঞাস করা, ভাই দাড়ী রাখেন না কেন, ? উত্তরে সে বলবে, এখনও সময় হয়নি,, বয়স হোক তার পর রাখব,, যদি প্রশ্ন করা হয়, ভাই গোড়ালীর নীচে ঝুলিয়ে কাপর পরা হারাম, সে বলবে রাখেন মিয়া হারাম,,,দিনে কত হারাম করতেছি তার ঠিক নাই, তা ছারা গোড়ালীর উপর কাপর পরলে মানুষ ক্ষেত, গাওয়ালী বলবে, । এই সব ধারনা কেন ? কারন হল, আমাদের অজ্ঞতা, ইসলাম, দ্বীন সম্পর্কে না জানা,
এক জন বোনকে যদি বলা হয়, বোন বে-পর্দায় চলো না, হারাম, বোন উত্তরে বলবে,,, ভাই আধুনিক মর্ডান যোগ, তার সাথে তাল মিলিয়ে চলতে হবে, তা না হলে বান্দবীরা কি বলবে, তা ছারা, বিয়ে হয়নি, বাচ্চা কাচ্চা হোক তার পর দেখা যাক, । বোন জানেই না পর্দা করা ফরজ।, ,,,,,,,,
দেশে সমাজে কে দ্বীন শিক্ষা দিবে, ? কার দায়িত্ব ? আমরা যারা মুর্খ, পড়া লিখা জানি না, কার কাছ থেকে জানবো, শিখবো, ? আমাদের উপর দ্বীন শিক্ষা ফরজ করা হয়েছে, আমরা কি ভাবে তা আদায় করবো ?? এর জন্য কি আলিম উলামারা দায়ী নন ??

আল্লাহ আমাদের সবাইকে দ্বীন শিক্ষা ও দ্বীনের পথে চলার তৌফিক দান করুন, আমিন,

No comments:

Post a Comment