Tuesday, November 14, 2017

শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে সে যেন( মনে পড়লে) বলে ....



Image may contain: text

অবশ্যই শয়তান ( মুসলিমের) খাবার খেতে সক্ষম হয়, যদি খাওয়ার শুরুতে "বিসমিল্লাহ " না বলা হয়। [মুসলিম হা/২০১৭,আবু দাউদ হা/ ৩৭৬৬]
খাবার শুরুতে শুধু বিসমিল্লাহ ' বলবেন। সাথে "আর- রহমানিররহীম " যোগ করবেন না, যেহেতু তার কোনো দলিল নাই "--- "শাইখ আব্দুল হামিদ ফাইযী আল-মাদানী।

শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে সে যেন( মনে পড়লে) বলে
"বিসমিল্লাহির আওয়ালিহী ওয়া আ~খিরিহি "
অর্থঃ আল্লাহর নামে খাওয়া শুরু ও শেষ করছি। [ আবু দাউদ হা/৩৭৬৭,তিরমিযী হা/১৮৫৮]।

No comments:

Post a Comment