Friday, November 10, 2017

হানাফী মাযহাবের আসল রূপ কোনটি??




Image may contain: text


হানাফী মাযহাবের আসল রূপ কোনটি??
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ইমাম আবু হানীফা যে সিদ্ধান্ত দিয়ে গেছেন তার নাম কি হানাফী মাযহাব?
ইমাম আবু ইউসুফ যে সিদ্ধান্ত দিয়ে গেছেন তার নাম কি হানাফী মাযহাব?
ইমাম মহাম্মদ যা বলে গেছেন তার নাম কি
হানাফী মাযহাব?
ইমাম যুফার যা সিদ্ধান্ত দিয়ে গেছেন তার নাম কি
হানাফী মাযহাব?
কুদুরীর লেখক আহমদ বিন মহাম্মদ বিন আহম্মদ বাগদাদীর বইতে মওজুত ফতোয়ার নাম কি
হানাফী মাযহাব?
হিদায়ার লেখক বুরহানুদ্দীন বিন আবি বকর মুরগীনানএর ফতোয়া কি
হানাফী মাযহাব?
কানযুদ্দাকায়াকের লেখক আবুল বারাকাত আব্দুল্লাহ বিন আহমাদের কথা কি
হানাফী মাযহাব?
শরহে বিকায়ার লেখক আব্দুল্লাহ বিন মাসউদ মুহেবুরীর বক্তব্য কি
হানাফী মাযহাব?
দুররে মুখতারের লেখক মহাম্মদ আলাউদ্দীন বিন শেখ হুসাইনীর অভিমত সমূহের নাম কি
হানাফী মাযহাব?

ইমাম আবু হানীফা (রহ) এর সাথে যতজনের নাম লিখলাম তাদের সকলের সিদ্ধান্তকে একত্রিত করে জগাখিচুড়ী তৈরি করে তার নাম রাখা হয়েছে হানাফী মাযহাব?
কেননা হানাফী মাযহাবের ফেকার কিতাব গুলি নানা জনের নানা কথায় পরিপূর্ণ এবং এক জনের কথার সাথে অপরজনের কথার মিল নেই।
যেমনঃ
হানাফী মাযহাবের ফেকার কিতাব হেদায়ায় ১২৯৯ হিজরীর মোস্তফায়ী ছাপার ১ম খন্ডের ৩০ পৃষ্ঠায় লেখারয়েছে খেজুর ভিজানো পানি যাতে ফেনা ধরে গেছে -এরূপ পানিতে ইমাম আবু হানীফার মতে ওজু জায়েয হবে; কিন্তু হেদায়ার ঐ খন্ডে লেখা রয়েছে, ইমাম মুহাম্মদের মতে জায়েয হবে না।

তাহলে এখানে কার কথা টা হানাফী মাযহাব?
ক) হেদায়ার ১২৯৯ হিজরীর মোস্তফায়ী ছাপার ১ম খন্ডের২৬ পৃষ্ঠায় লেখা রয়েছে, ইমাম আবু হানীফার মতে যেসব জন্তুর গোশত পাক তার মুত্রও পাক, কিন্তু ইমাম আবু ইউসুফের মতে পাক নয়।
এখানে কার কথাটা হানাফী মাযহাব?
খ) হেদায়ায় ১২৯৯ হিজরীর মোস্তফায়ী ছাপার ১ম খন্ডের ৩৪ পৃষ্ঠায় লেখা রয়েছে, ইমাম আবু হানীফার মতে তাইয়াম্মুমের নিয়ত করা ফরয, কিন্তু হেদায়ার উক্ত খন্ডে লেখা রয়েছে ইমাম যুফারের মতে ফরয নয়।
এখানে কার মত টা হানাফী মাযহাব?
গ) হেদায়ায় ১২৯৯ হিজরীর মোস্তফায়ী ছাপার ১ম খন্ডের ৯০ পৃষ্ঠায় লেখা রয়েছে, ইমাম আবু হানীফার মতে সিজদার সময় নাক অথবা কপাল যে কোন একটা মাটিতে ঠেকালেই নামাজ জায়েজ হবে। কিন্তু হেদায়ার ঐ খন্ডেইলেখা রয়েছে ইমাম মুহাম্মদের মতে জায়েজ হবে না। নাককপাল দু'টোই ঠেকাতে হবে।
এখানে কার কথাটা হানাফী মাযহাব?
এই রকম অনেক উদাহরণ পেশ করা যাবে। যার নামে মাযহাব বানানো হলো সেই ইমামের ছাত্ররাই শত শত মাসালায় তাঁর বিরোধিতা করেছেন।
বলা বাহুল্য, হানাফী মাযহাবের ফেকার কিতাব গুলিতে এমন শত শত মাসাআলা রয়েছে যার সাথে মহামতি ইমাম আবু হানীফা (রহ:) এর কোন সম্পর্ক-ই নেই ।

No comments:

Post a Comment