
মুনাফিকী থেকে বাঁচার পথঃ
আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিত তিনি বলেন, রাসূল (সাঃ) বলেছেনঃ
"যে ব্যক্তি প্রথম তাকবীর প্রাপ্তিসহ একাধারে ৪০ দিন পাচ ওয়াক্ত সালাত জামাতে আদায় করবে তার জন্য দুটি মুক্তিপত্র লিখে দেওয়া হবে।একটি জাহান্নাম থেকে মুক্তি,দ্বিতীয়টি মুনাফিকী থেকে মুক্তি।"
(তিরমিযী হা/২৪১,মিশকাত হা/১১৪৪ সনদ হাসান)
আবু হুরায়রা (রাঃ) হ'তে বর্নিত,রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
"দু'টি আচার কোন মুনাফিকের মধ্যে একত্রিত হয় না-সদাচার ও দ্বীন সম্পর্কিত জ্ঞান।"
(তিরমিযী হা/২৬৮৪ আলবানী এটিকে ছহীহ বলেছেন)
***এছাড়াও মুনাফিকী থেকে বাঁচার আরও বিভিন্নপথ রয়েছে।
No comments:
Post a Comment