
*দু’আর আদব এবং কবুল হওয়ার উপায় সমূহ*
➖
➖
➖
➖
➖
➖
➖
নিম্নে দুআর কতিপয় আদব এবং তা কবুল হওয়ার উপায় তুলে ধরা হল:
নিম্নে দুআর কতিপয় আদব এবং তা কবুল হওয়ার উপায় তুলে ধরা হল:
সফর অবস্থায় দু’আ কবুল হওয়ার কারণ হল, ক্লান্তিবোধ, কষ্ট-পরিশ্রম ও একাকিত্বের কারণে মানুষের মন সাধারণত: নরম থাকে। আর নরম দিলে দুআ করলে আল্লাহ তা কবুল করেন। কেননা অন্তরের বিনম্রতা দু’আ কবুলের অন্যতম মাধ্যম।
তিনি আরও বলেন,
رُبَّ أَشْعَثَ مَدْفُوعٍ بِالْأَبْوَابِ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ
“উষ্ক-খুষ্ক ও এলোমলো চুল বিশিষ্ট এমন অনেক আল্লাহর বান্দা আছেন, যাকে বিভিন্ন দরজা থেকে ফিরিয়ে দেয়া হয়।( অর্থাৎ সে লোকসমাজে খুবই অবহেলিত ও গুরুত্বহীন মানুষ) অথচ তিনি যদি আল্লাহর উপর কসম কসম দিয়ে কোন কথা বলেন তবে আল্লাহ তা পূরণ করেন।” (সহীহ মুসলিম, আবু হুরায়রা রা. হতে বর্ণিত)
إِنَّ اللَّهَ حَيِيٌّ كَرِيمٌ يَسْتَحْيِي إِذَا رَفَعَ الرَّجُلُ إِلَيْهِ يَدَيْهِ أَنْ يَرُدَّهُمَا صِفْرًا خَائِبَتَيْنِ
“নিঃসন্দেহে আল্লাহ তা’আলা অতি মহানুভব ও লজ্জাশীল। বান্দা যদি দু’হাত তুলে তাঁর নিকট প্রার্থনা করে তবে নিরাশার করে শুণ্যহস্তে তাকে ফিরিয়ে দিতে তিনি লজ্জাবোধ করেন।” (তিরমিজী, আবু দাউদ, ইবনে মাজাহ, ইমাম আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। সহীহুল জামে, ১/১৭৫৭, আত তারগীব ওয়াত তারহীব,২/ ২৭২)।
তাছাড়া তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইস্তিস্কা বৃষ্টি প্রার্থনা ও বদরের প্রান্তরে হাত তুলে দু’আ করেছেন।
*হাত তুলে দু’আ করার কয়েকটি পদ্ধতি রয়েছে তম্মধ্যেঃ*
ومطعمُه حرامٌ ، ومشربُه حرامٌ ، وملبَسُه حرامٌ ، وغُذِيَ بالحرام . فأَنَّى يُستجابُ لذلك ؟
“কিভাবে তার দুআ কবুল হবে? তার খাদ্য হারাম, পানীয় হারাম, পরিধেয় বস্ত্র হারাম? (সহীহ মুসলিম, হা/1015, আবু হুরাইরা রা. হতে বর্ণিত)
*অনুবাদক: শাইখ আব্দুল্লাহ আল কাফী বিন আব্দুল জলীল*
লিসান্স মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব
সম্পাদক: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
লিসান্স মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব
No comments:
Post a Comment