Friday, June 1, 2018

সাদাকাতুল ফিতর



Image may contain: text

🔸 পরিমাণ: এক ’সা তথা প্রায় দুই কেজি ৪০০ গ্রাম (চাল)।
 টাকা-পয়সা, কাপড় বা অন্য সামগ্রী দিয়ে ফিতরা দেয়া সুন্নত নয়। তবে একান্ত জরুরি প্রয়োজনে টাকা দিয়ে ফিতরা দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ।
🔸 সময়: ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে। তবে দু/তিন দিন আগেও দেয়া জায়েজ।
🔸উদ্দেশ্য: গরীব মানুষের খাবারের ব্যবস্থা এবং রোজাদারকে অর্থহীন কাজ, অশ্লীলতা এবং ত্রুটি-বিচ্যুতি থেকে পবিত্র করা।
🔸বণ্টনের খাত: গরীব-অসহায় মানুষ।
মাসআলা:
🔹 প্রয়োজনে এক দেশে থেকে অন্য দেশে ফিতরা দেয়া জায়েজ।
🔹 একজনের ফিতরা একাধিক ব্যক্তিকে যেমন দেয়া জায়েয তদ্রূপ একাধিক ব্যক্তির ফিতরা 🔹 প্রয়োজনে একজনকেও দেয়া জায়েয।
🔹 ঈদের দিনের খাদ্য মজুত থাকার পর যদি ফিতরা দেয়ার সামর্থ থাকে তার জন্য ফিতরা দেয়া আবশ্যক।
🔹 গর্ভস্থ সন্তানের ফিতরা দেয়া আবশ্যক নয় তবে দেয়া উত্তম।

গ্রন্থনায়: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব।

No comments:

Post a Comment