
জ্ঞান ও ইলম চাইতে দুয়া
~~•~~•~~•~~•~~•~~
*আল্লাহ যখন কারো কল্যান করতে চান, তখন তাকে “ফিকহ” বা দ্বীনের গভীর জ্ঞান দান করেন।*আর সেই জ্ঞান চাওয়ার জন্য আল্লাহ তালা কুরআনে এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু দুয়া শিক্ষা দিয়েছেন।
رَبِّ زِدْنِي عِلْمًا
উচ্চারণ- রাব্বি যিদনি ইলমা
*অর্থ- হে আমার রব! আমার জ্ঞান বৃদ্ধি করুন।*
(সুরা ত্বহা- আয়াত ১১৪)
اَللّٰهُمَّ فَقِّهْنِیْ فِی الدِّيْنِ
উচ্চারণ : আল্লাহুম্মা ফাক্কিহনী ফিদ্দীন।
*অর্থ : হে আল্লাহ, আমাকে দীনের জ্ঞান দান করুন*।(বুখারী১/৪৪;
মুসলিম৪/১৭৯৭)
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْماً نافِعاً، وَرِزْقاً طَيِّباً، وَعَمَلاً مُتَقَبَّلاً
উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্নী আস-আলুকা ই’লমান নাফিআ’ন, ওয়া রিযক্বান ত্বাইয়্যিবান, ওয়া আ’মালাম মুতাক্বববালান।
*অর্থঃ হে আল্লাহ! আমি তোমার নিকট উপকারী জ্ঞান, পবিত্র জীবিকা ও গ্রহণযোগ্য আমল প্রার্থনা করছি।*
(ইবনে মাজাহ)
اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي، وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي، وَزِدْنِي عِلْمًا
উচ্চারণ :আল্লাহুম্মানফা'নী বিমা আল্লামতানী ওয়া আল্লিমনী মা ইয়ানফাউনী ওয়া যিদনী ইলমা।
*অর্থ : হে আল্লাহ, যা কিছু আমাকে শিখিয়েছ, তার দারা আমাকে উপকৃত করো এবং আমাকে সেই জ্ঞান দান করো যা আমাকে উপকৃত করবে। আর আমার ইলম আরো বৃদ্ধি করো।*
(সহিহ ইবনু মাজাহ ১/৪৭)
اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ عِلْمًا نَّافِعًا وَأَعَوْذُ بِكَ مِنْ عِلْمٍ لَّا يَنْفَعُ
উচ্চারন:আল্লা-হুম্মা ইন্নী আস-আলুকা ই’লমান নাফিআ’ন, ওয়া আউজুবিকা মিন ইলমিল লা ইয়ানফা।
*অর্থঃ হে আল্লাহ! আমি তোমার নিকট উপকারী জ্ঞান প্রার্থনা করছি এবং যে জ্ঞান কোন উপকারে আসে না,সে জ্ঞান/শিক্ষা থেকে পানাহ/ আশ্রয় চাচ্ছি।*
(সহীহ ইবনু মাজাহ ২/৩২৭)
No comments:
Post a Comment