Tuesday, November 27, 2018

✦ আপনি কি জানেন, ﺟَﺰَﺍﻙَ ﺍﻟﻠّٓﻪُ ﺧَﻴْﺮًﺍ (জাযাকাল্লাহু খাইরান) এর অর্থ কি ??



Image may contain: text


✦ আপনি কি জানেন, ﺟَﺰَﺍﻙَ ﺍﻟﻠّٓﻪُ ﺧَﻴْﺮًﺍ (জাযাকাল্লাহু খাইরান) এর অর্থ কি ??
----------------------------------------------------------

আপনি যখন কাউকে ভাল, সুন্দর বা তার পছন্দসই কোন কাজ উপহার দেন তখন অনেক মুসলিম ভাই অথবা বোন আপনাকে বলে থাকেন, ❝জাযাকাল্লাহু খাইরান❞।
.
প্রশ্ন হল, এই বাক্যটির অর্থ কি? আসুন জেনে নেই বাক্যটির অর্থ।
এর বেশ সুন্দর কয়েকটি অর্থ রয়েছে।

.
১। ﺧﻴﺮ ( খাইর) শব্দটি সে সমস্ত বিষয় বুঝায় যা আল্লাহর নিকট প্রিয়। তাই ❝খাইর❞ শব্দের মাধ্যমে আপনার জন্য সবরকমের কল্যাণ কামনা করা হল।
.
২। ❝জাযাকাল্লাহু খাইরান❞ অর্থঃ আল্লাহ আপনাকে জান্নাত এবং জান্নাতে তাঁর দিদার দ্বারা সৌভাগ্যবান করুন।
.
৩। ❝জাযাকাল্লাহু খাইরান❞ অর্থঃ আল্লাহ আপনাকে কাফিরদের স্থান জাহান্নাম থেকে হেফাজত করুন।
.
৪। ❝জাযাকাল্লাহু খাইরান❞ অর্থঃ আল্লাহ যেন আপনাকে সিরাতে মুস্তাক্বিম তথা সরল পথে পরিচালিত করেন।
.
৫। ❝জাযাকাল্লাহু খাইরান❞ অর্থঃ আল্লাহ যেন আপনার উপর কোন অভিশপ্ত শয়তানকে চাপিয়ে না দেন।
.
৬। ❝জাযাকাল্লাহু খাইরান❞ অর্থঃ আল্লাহ যেন আপনার রিজিকের মধ্যে বরকত দান করেন।
.
৭। ❝জাযাকাল্লাহু খাইরান❞ অর্থঃ শেষ দিবস পর্যন্ত আল্লাহ যেন আপনাকে মাতা-পিতার প্রতি সদ্ব্যবহারকারী করেন।
.
৮। ❝জাযাকাল্লাহু খাইরান❞ অর্থঃ আল্লাহ যেন আপনাকে রাসূলের (ﷺ) সুন্নাতের অনুসারী করেন।
.
৯। ❝জাযাকাল্লাহু খাইরান❞ অর্থঃ আল্লাহ আপনাকে নেক সন্তান দান করুন।
.
১০। ❝জাযাকাল্লাহু খাইরান❞ অর্থঃ আল্লাহ আপনাকে সবরকম কল্যাণ দান করুন।
.
এর আরো অসংখ্য অর্থ রয়েছে। কেননা খাইর ( ﺧﻴﺮ ) আল্লাহর নিকট অগুনিত। যা গণনা করা অসম্ভব। তবে আমরা বাক্যটির শাব্দিক অর্থ করি, ❝আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন❞ বলে।

হযরত উসামা বিন যায়েদ (রাযি.) থেকে বর্ণিত - 
রাসূল (ﷺ) বলেছেনঃ 
❝কারো প্রতি কৃতজ্ঞতার আচরণ করা হলো তাই সে ব্যক্তি আচরণকারীকে ❝জাযাকাল্লাহু খাইরান❞ বলল, তাহলে সে তার যথাযোগ্য প্রশংসা করল।❞

হযরত আবু হুরায়রা (রাযি.) বলেন - 
রাসূল (ﷺ) বলেছেনঃ 
❝কেউ যখন তার ভাইকে বলে, ❝জাযাকাল্লাহু খাইরান❞ তাহলে সে তার ভূয়সী প্রশংসা করল।❞
হযরত ঊমর (রাযি.) বলেনঃ 
❝তোমাদের কারো যদি জানা থাকত যে, তার অপর ভাইকে ❝জাযাকাল্লাহু খাইরান❞ বলার মধ্যে তার জন্য কি রয়েছে! 
তাহলে তোমরা একে অপরের জন্য তা বেশি করে বলতে।❞
.
উসামা ইবনু যাইদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, 
রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেছেনঃ 
❝কাউকে অনুগ্রহ করা হলে সে যদি অনুগ্রহকারীকে বলে, (জাযাকাল্লাহু খাইরান) ❝তোমাকে আল্লাহ্‌ তা‘আলা কল্যাণকর প্রতিদান দিন❞ তবে সে উপযুক্ত ও পরিপূর্ণ প্রশংসা করল।
(জামে' আত-তিরমিজি, হাদিস নং ২০৩৫, হাদিসের মান: সহিহ)
.
আসুন Thank's, Thank You ইত্যাদির পরিবর্তে আমরা পরস্পর কে ❝জাযাকাল্লাহু খাইরান❞ - এর মাধ্যমে বিনিময় করি ইন-শা-আল্লাহ।
.

No comments:

Post a Comment