আল্লাহর রাসুল (সাঃ) যারা ভ্রু প্লাক করে তাদের প্রতি লানত বা অভিশাপ করেছেন।
(বুখারী ৪৮৮৬)।
(বুখারী ৪৮৮৬)।
আপনি ভ্রু প্লাক কার জন্য করছেন?
বাসায় যারা আছে তাদের জন্য? – I Don’t think so.
বাসায় যারা আছে তাদের জন্য? – I Don’t think so.
আপনি নিশ্চয়ই আপনার মা বাবা বা ভাই বোনদের জন্য ভ্রু প্লাক করছেন না? তাহলে কার জন্য? বাইরে বেগানা পুরুষদের জন্য ঠিকনা?
** রাসুল (সাঃ) আরো যাদের লানত বা অভিশাপ করেছেন তারা হলো যারা দেহে উল্কি আকায় অন্যকে এঁকে দেয়, সৌন্দর্যের জন্য দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে, যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে, যারা পরচুলা পড়ে ও অন্যকে পড়তে বলে। হাদীসঃ
● আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) কর্তৃক বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর অভিশাপ হোক সেই সব নারীদের উপর, যারা দেহাঙ্গে উল্কি (ট্যাটু) অংকন করে এবং যারা করায়, এবং সেসব উপর, যারা ভ্রু চেঁছে সরু (প্লাক) করে, যারা সৌন্দর্যের জন্য দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে, যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে।' জনৈক মহিলা এ ব্যাপারে তার (ইবনে মাসউদের) প্রতিবাদ করলে তিনি বলেন,
‘আমি কি তাকে অভিসম্পাত করব না, যাকে আল্লাহর রাসুল (সাঃ) অভিসম্পাত করেছেন এবং তা আল্লাহর কিতাবে আছে? আল্লাহ বলেছেন, "রাসুল যে বিধান তোমাদেরকে দিয়েছেন তা গ্রহন কর, আর যা থেকে নিষেধ করেছেন, তা থেকে বিরত থাক। (সূরা হাশরঃ৭)" [সহীহ বুখারী ৪৮৮৬, ৪৮৮৭, ৫৯৩১, ৫৯৪৩, ৫৯৪৮]
‘আমি কি তাকে অভিসম্পাত করব না, যাকে আল্লাহর রাসুল (সাঃ) অভিসম্পাত করেছেন এবং তা আল্লাহর কিতাবে আছে? আল্লাহ বলেছেন, "রাসুল যে বিধান তোমাদেরকে দিয়েছেন তা গ্রহন কর, আর যা থেকে নিষেধ করেছেন, তা থেকে বিরত থাক। (সূরা হাশরঃ৭)" [সহীহ বুখারী ৪৮৮৬, ৪৮৮৭, ৫৯৩১, ৫৯৪৩, ৫৯৪৮]
● ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, রাসুলুল্লাহ (সাঃ) যে মহিলা পরচুলা লাগিয়ে দেয় এবং যে পরচুলা লাগাতে বলে, আর যে মহিলা অঙ্গ প্রত্যঙ্গে উল্কি উৎকীর্ণ করে ও উল্কি উৎকীর্ণ করতে বলে তাদেরকে অভিশাপ করেছেন। [সহীহ বুখারী ৫৯৩৭, ৫৯৪০, ৫৯৪২, ৫৯৪৭]
{বি: দ্র: অনেকেই প্রশ্ন করেন স্বামীকে খুশী করার জন্য ভ্রু প্লাক করা যাবে কী? উত্তর হচ্ছে "করা যাবে না", কারন নবী (সা) বলেছেন, “স্রষ্টার (আল্লাহর) অবাধ্য হয়ে কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না।” - (আহমদ, ইবনু জারির, ইবনু খুযাইমা ও তাবারানী) -- অর্থাৎ, 'আল্লাহর কোন বিধান এর অবাধ্য হয়ে স্বামীর আনুগত্য করা চলবেনা'}
আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন (আমীন)
আসুন কোরআন দিয়ে জীবন গড়ি
আসুন কোরআন দিয়ে জীবন গড়ি
No comments:
Post a Comment