ইসলাম বিজাতীয় সংস্কৃতির অন্ধ অনুকরণ নিয়ে কী বলে?
মহানবী (সঃ) বলেছেন-
মহানবী (সঃ) বলেছেন-
"তোমরা অবশ্যই (ভ্রষ্টতার বশে) তোমাদের পূর্ববর্তীদের অনুসরণে লিপ্ত হয়ে পড়বে, প্রতিটি বিঘতে বিঘতে, প্রতিটি বাহুর দৈর্ঘ্যে দৈর্ঘ্যে [তাদের তোমরা অনুসরণ করবে], এমনকি তারা সরীসৃপের গর্তে প্রবেশ করলে, তোমরা সেখানেও তাদেরকে অনুসরণ করবে ৷” আমরা বললাম, "হে রাসূলুল্লাহ ! তারা কি ইহুদী ও খ্রীস্টান?” তিনি বললেন: "তাছাড়া আর কে?”(সহীহ বুখারি-ভলিউম-০৯, অধ্যায়-৯২, হাদীস নং-৪২২)
মানুষ হচ্ছে আল্লাহর দাস, তার জীবনের মালিক ‘আল্লাহ'। সুতরাং ইচ্ছা করলেই সে তার জীবনের উপর স্বেচ্ছাচার চালাতে পারে না। এ স্বাধীনতা তার নেই, সকল কর্মকান্ড সম্পর্কে আল্লাহর কাছে তার জবাবদিহিতা করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য আল্লাহ যে মুসলিমদেরকে বিশ্বের মানুষকে পথ দেখানোর দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সেই মানুষ ও মুসলিমরা আজ চোখ বন্ধ করে অন্যের দেখানো পথে চলছে। মুসলিম হয়ে আচার-আচরণে, পোশাক-পরিচ্ছদে, চিন্তা-ভাবনা, আক্বীদায় ও ‘আমালে বিজাতীয় ভাবধারা অনুকরণ করাকেই পছন্দ করেন তাদের উদ্দেশে বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন : ‘‘ওজা মে তোম হো নাসারা- তো তামুদ্দুন মে হুনুদ - ইয়ে মুসলমাঁ হেঁয় জিনহে- দেশে শারমায়ে ইয়াহুদ’’। অর্থাৎ তোমরা পোশাক-পরিচ্ছদে , কৃষ্টি-কালচারে, আচার-অনুষ্ঠানে আক্বীদা-‘আমলে হিন্দু ও খৃস্টানদের মত হয়েছো। তোমরা এরূপ মুসলিম যাদের দেখে চির অভিশপ্ত ইয়াহূদীরাও লজ্জা পায়। আল্লাহ তা'য়ালা পবিত্র কুরআনে বলেন, ‘‘যে ব্যক্তি ইসলাম ছাড়া (ইসলামী রীতিনীতি) অন্য কোন ধর্মের অনুসরণ করবে কখনো তার সেই ‘আমল গ্রহণ করা হবে না। আর পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।’’ (সূরাহ আলে ইমরান, ৮৫)
রসুলুল্লাহ বলেছেন : ‘‘সে আমাদের দলের নয় যে ব্যক্তি আমাদের ছাড়া অন্যের সাদৃশ্য গ্রহণ করে, তোমরা ইয়াহূদীদের সাদৃশ্য গ্রহণ করে না এবং খৃস্টানদেরও না।’’ (তিরমিযী ২য় খন্ড ৫৪ পৃষ্ঠা, মিশকাত ৩৯৯ পৃষ্ঠা)
‘আবদুল্লাহ বিন আমর থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি অনারবীয় দেশে বসবাস করে, সে যদি সে দেশের মেহেরজান (নববর্ষ উদযাপন করে এবং বাহ্যিকভাবে তাদের সাথে সাদৃশ্য রাখে এমনকি এ অবস্থায় সে মৃত্যুবরণ করে, তাহলে কিয়ামতের দিন তাকে তাদের (কাফিরদের) সাথে হাশর করা হবে। (বায়হাক্বী সানাদ বিশুদ্ধ, মাজমুয়াতুত তাওহীদ, ২৭০)
রসুলুল্লাহ বলেছেন : ‘‘সে আমাদের দলের নয় যে ব্যক্তি আমাদের ছাড়া অন্যের সাদৃশ্য গ্রহণ করে, তোমরা ইয়াহূদীদের সাদৃশ্য গ্রহণ করে না এবং খৃস্টানদেরও না।’’ (তিরমিযী ২য় খন্ড ৫৪ পৃষ্ঠা, মিশকাত ৩৯৯ পৃষ্ঠা)
‘আবদুল্লাহ বিন আমর থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি অনারবীয় দেশে বসবাস করে, সে যদি সে দেশের মেহেরজান (নববর্ষ উদযাপন করে এবং বাহ্যিকভাবে তাদের সাথে সাদৃশ্য রাখে এমনকি এ অবস্থায় সে মৃত্যুবরণ করে, তাহলে কিয়ামতের দিন তাকে তাদের (কাফিরদের) সাথে হাশর করা হবে। (বায়হাক্বী সানাদ বিশুদ্ধ, মাজমুয়াতুত তাওহীদ, ২৭০)
No comments:
Post a Comment