Sunday, May 24, 2015

কথিত আছে, কে সে ব্যক্তি যার নাম বিনা ওযুতে নিলে শরীলের পশম পড়ে যায়? (নাউযুবিল্লাহ) অথচ




কথিত আছে, কে সে ব্যক্তি যার নাম বিনা ওযুতে নিলে শরীলের পশম পড়ে যায়? (নাউযুবিল্লাহ) অথচ বিনা ওযুতে আল্লাহ ও রাসূলের নাম নিলে পশম পড়ে না। যারা পশম পড়ে যায় বলে বিশ্বাসী, তাদের তো ব্লেড কিনতে হবে না। নাম নিয়া পশম ঝরাইড়া নিলে -ই হয়।

No comments:

Post a Comment