
সহীহ বুখারী;
হাদীস নং ১৫.
আনাস (রাযি.) হতে বর্ণিত। আল্লাহর রসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের কেউ প্রকৃত মু’মিন হতে
পারবে না, যতক্ষণ না আমি তার নিকট তার পিতা, তার সন্তান ও
সব মানুষের অপেক্ষা অধিক প্রিয়পাত্র হই। (মুসলিম ১/১৬ হাঃ ৪৪,
আহমাদ ১২৮১৪) (আ.প্র. ১৪, ই.ফা. ১৪)।
অর্থাৎ মুহাম্মাদ(সাঃ)এর প্রত্যেক আদেশ পালন করতে হবে
এবং প্রত্যেক নিষেধ থেকে বিরত থাকতে হবে। সেটা পিতা-
মাতা;
সন্তান-সন্ততি ও সমস্ত মানুষের বিরুদ্ধে হলেও।
তবেই প্রকৃত পক্ষে মু`মিন বা পাক্কা মুসলিম হতে পারবে। নচেৎ
নয়।
Narrated Anas: The Prophet ( ﷺ ) said "None of you will have
faith till he loves me more than his father, his children and all
mankind."
ﻳَﻌْﻘُﻮﺏُ ﺑْﻦُ ﺇِﺑْﺮَﺍﻫِﻴﻢَ ﻗَﺎﻝَ ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺍﺑْﻦُ ﻋُﻠَﻴَّﺔَ ﻋَﻦْ ﻋَﺒْﺪِ ﺍﻟْﻌَﺰِﻳﺰِ ﺑْﻦِ ﺻُﻬَﻴْﺐٍ ﻋَﻦْ ﺃَﻧَﺲٍ ﻋَﻦِ ﺍﻟﻨَّﺒِﻲِّ ﺡ ﻭ
ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺁﺩَﻡُ ﻗَﺎﻝَ ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺷُﻌْﺒَﺔُ ﻋَﻦْ ﻗَﺘَﺎﺩَﺓَ ﻋَﻦْ ﺃَﻧَﺲٍ ﻗَﺎﻝَ ﻗَﺎﻝَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﻻَ ﻳُﺆْﻣِﻦُ ﺃَﺣَﺪُﻛُﻢْ ﺣَﺘَّﻰ ﺃَﻛُﻮﻥَ
ﺃَﺣَﺐَّ ﺇِﻟَﻴْﻪِ ﻣِﻦْ ﻭَﺍﻟِﺪِﻩِ ﻭَﻭَﻟَﺪِﻩِ ﻭَﺍﻟﻨَّﺎﺱِ ﺃَﺟْﻤَﻌِﻴﻦَ .
No comments:
Post a Comment