Friday, May 15, 2015

এটিই কুর'আনের অলৌকিকতা !




অতএব আমি তোমার দেহকে সংরক্ষিত করব,যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাক। আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না। [সুরা ইউনুস: ৯২]
দীর্ঘ ৩১১৬ বছর নীল-নদের জলে ডুবে থাকার পর আল্লাহদ্রোহী ফিরাউন লাশ পাওয়া যায়
অক্ষতাবস্থায় ১৮৯৮ সালে !! লাশটি মিশরের এক মিউজিয়ামে সংরক্ষিত আছে মমি করা !!
আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, ফিরাউনের লাশ পাওয়ার প্রায় ১২০০ বছর আগেই কুর'আন তা ভবিষ্যদ্বানী করে অধ্যায়ঃ১০ আয়াতঃ৯২ এ যে, "আর আমি(আল্লাহ) তোমার শরীরকে সংরক্ষিত করাব, শাস্তির নিদর্শনস্বরূপ!"অথচ, তৎকালীন সময়ে, কিভাবে কেউ জানতে পারে যে আর ১২০০ বছর পর ফিরাউনের শরীর অক্ষত উদ্ধার হবে, কোন মাছ কিংবা পানিতে দীর্ঘ ৩১১৬ বছরেও বিলীন হবে না এবং তা সংরক্ষন করা হবে ! ! ??
সুবহানাল্লাহ ! এটিই কুর'আনের অলৌকিকতা !

No comments:

Post a Comment