
সিয়ামের বিনিময় যে আল্লাহ তা’লা কি দিবেন সেটা কেও কল্পনাও করতে পারবে না-
রাসুল (সাঃ) বলেছেন, মহান আল্লাহ বলেন, আদম সন্তানের প্রতিটি সৎকর্ম তার নিজের জন্যই। কিন্তু রোযা সতন্ত্র, তা আমার জন্যই, আর আমিই তার প্রতিদান দেবো। (বুখারি-১৯০৪)
অন্য যে কোন ভালো কাজের বিনিময় ১০-৭০০ গুন বা আল্লাহ তা’লা চাইলে আরও বারিয়ে দেন কিন্তু সিয়ামের ক্ষেত্রে মহান রব কি দিবেন সেটা উল্লেখ না করে নিজের দিকে সম্পৃক্ত করেছেন, আপনি কি চিন্তা করতে পারেন, বিশ্ব জাহানের রব মহান আল্লাহ যদি নিজে প্রতিদান দেন সেটা কি হতে পারে? আল্লাহ তা’লার প্রতিদানের ১টা নমুনা শুধু পেশ করছি-
রাসুল (সাঃ) বলেছেন, সর্বনিম্নমানের জান্নাতিকে (অর্থাৎ জাহান্নামের শাস্তি ভোগ করে করে পাপ মুক্ত হয়ে সবার শেষে যে জান্নাতে প্রবেশের সুযোগ পাবে) সারা পৃথিবী এবং সারা পৃথিবীর ১০ গুন পরিমাণ বিশাল জান্নাত দেওয়া হবে। (বুখারি, মুসলিম)
রাসুল (সাঃ) বলেছেন, সর্বনিম্নমানের জান্নাতিকে (অর্থাৎ জাহান্নামের শাস্তি ভোগ করে করে পাপ মুক্ত হয়ে সবার শেষে যে জান্নাতে প্রবেশের সুযোগ পাবে) সারা পৃথিবী এবং সারা পৃথিবীর ১০ গুন পরিমাণ বিশাল জান্নাত দেওয়া হবে। (বুখারি, মুসলিম)
মহান রবের পক্ষ থেকে সর্বনিম্নমানের জান্নাতির জন্য এই পুরষ্কার, আল্লাহু আকবার, বুঝতেই পারছেন আল্লাহ তা’লার প্রতিদান কেমন হয় সুতরাং সমস্ত পাপ থেকে দূরে থেকে রমজানের প্রত্যেকটা সিয়াম পালন করুণ এবং সুসংবাদ গ্রহণ করুণ।
No comments:
Post a Comment