Friday, June 19, 2015

Hadith from Sahih Bukhari



আসুন কোরআন দিয়ে জীবন গড়ি's photo.

রাসুল (সাঃ) বলেছেনঃ যখন একজন রোজাদার মুসলমান ইফতারি সামনে নিয়ে আজানের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু ইফতারি স্পর্শকরে না; তখন মহান আল্লাহ তাঁর ফেরেশতাদের বলেনঃ 
“এই বান্দা-রা বসে আছে কেন? এদের সামনে তো খাবার আছে!”
ফেরেশতারা উত্তর দেনঃ 
“হে আল্লাহ, এরা আপনাকে সন্তুষ্ট করার জন্য আজ সারাদিন
দানা-পানি স্পর্শ না করে সংযম করে রোজা রেখেছে আর এখন অপেক্ষা করছে—আপনার হুকুমের (ইফতারের সময় হওয়ার) জন্য, যদিও তাঁদের সামনে অনেক খাবার আছে, তাঁরা আপনার হুকুম পেলেই স্পর্শ করবে।"
আল্লাহ ফেরেশতাদেরকে বলেনঃ
“আমি যখন এদের সৃষ্টি করি, তখন তোমরা বলেছিলে; এরা কেবল বিবাদ করবে অথচ এরা শুধু আমাকে সন্তুষ্ট করার জন্য সংযম করছে না?
'ফেরেশতারা তখন ভুল স্বীকার করে নিশ্চুপ থাকবে।'
মহান আল্লাহ বলবেনঃ
“ইফতারি স্পর্শকরার সাথে সাথে এই সংযম- পালনকারীদের সকল চাওয়া-পাওয়া, দোয়া, মনের ইচ্ছা পুরন করে দাও। যারা রোজাদার
তাঁদের কে আমার পক্ষ থেকে ক্ষমার সু-সংবাদ দিয়ে দাও, তাঁরা যা কল্পনাও করেনি, সেই রহমত, বরকত,দিয়ে দাও”..... সুবহানাল্লাহ !!! - [সহীহ বুখারী]

No comments:

Post a Comment