
রাসুল (সাঃ) বলেছেনঃ যখন একজন রোজাদার মুসলমান ইফতারি সামনে নিয়ে আজানের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু ইফতারি স্পর্শকরে না; তখন মহান ➡আল্লাহ তাঁর ফেরেশতাদের বলেনঃ
“এই বান্দা-রা বসে আছে কেন? এদের সামনে তো খাবার আছে!”
➡ফেরেশতারা উত্তর দেনঃ
“হে আল্লাহ, এরা আপনাকে সন্তুষ্ট করার জন্য আজ সারাদিন
দানা-পানি স্পর্শ না করে সংযম করে রোজা রেখেছে আর এখন অপেক্ষা করছে—আপনার হুকুমের (ইফতারের সময় হওয়ার) জন্য, যদিও তাঁদের সামনে অনেক খাবার আছে, তাঁরা আপনার হুকুম পেলেই স্পর্শ করবে।"
➡আল্লাহ ফেরেশতাদেরকে বলেনঃ
“আমি যখন এদের সৃষ্টি করি, তখন তোমরা বলেছিলে; এরা কেবল বিবাদ করবে অথচ এরা শুধু আমাকে সন্তুষ্ট করার জন্য সংযম করছে না?
'ফেরেশতারা তখন ভুল স্বীকার করে নিশ্চুপ থাকবে।'
➡মহান আল্লাহ বলবেনঃ
“ইফতারি স্পর্শকরার সাথে সাথে এই সংযম- পালনকারীদের সকল চাওয়া-পাওয়া, দোয়া, মনের ইচ্ছা পুরন করে দাও। যারা রোজাদার
তাঁদের কে আমার পক্ষ থেকে ক্ষমার সু-সংবাদ দিয়ে দাও, তাঁরা যা কল্পনাও করেনি, সেই রহমত, বরকত,দিয়ে দাও”..... সুবহানাল্লাহ !!! - [সহীহ বুখারী]
No comments:
Post a Comment