
ঈদের সালাতে অতিরিক্ত তাক্ববীর সংখ্যা ১২:
=================================
সহীহ হাদীসে ঈদের সালাতের অতিরিক্ত তাকবীরে সংখ্যা ১২টি পাওয়া যায়। সেই অসংখ হাদীসগুলো হতে কিছু হাদীস নিচে উল্লেখ করা হলোঃ
=================================
সহীহ হাদীসে ঈদের সালাতের অতিরিক্ত তাকবীরে সংখ্যা ১২টি পাওয়া যায়। সেই অসংখ হাদীসগুলো হতে কিছু হাদীস নিচে উল্লেখ করা হলোঃ
❏ হযরত কাছির ইবনে আব্দুল্লাহ তার পিতা, তিনি তার দাদা হতে বর্ণনা করেন,
أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَبَّرَ فِي الْعِيدَيْنِ سَبْعًا فِي الأُولَى وَخَمْسًا فِي الآخِرَةِ
-রাসুল ﷺ প্রথমে কিরাতের আগে ৭ ও পরের রাকাতে কিরাতের পুর্বে ৫ তাকবির দিতেন।[তিরমিযি হা/৫৪২; ইবনু মাজাহ হা/১২৭৯; ইবনু খুযাইমা হা/১৪৩৮-৩৯; দারাকুতনি হা/১৭১৫; বাইহাকি, হা/৬১৭৩; তাহাবি ২/৩৯৯; শরহে সুন্নাত ৪/৩০৮; ইবনু আদি ২/২৭৩]
أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَبَّرَ فِي الْعِيدَيْنِ سَبْعًا فِي الأُولَى وَخَمْسًا فِي الآخِرَةِ
-রাসুল ﷺ প্রথমে কিরাতের আগে ৭ ও পরের রাকাতে কিরাতের পুর্বে ৫ তাকবির দিতেন।[তিরমিযি হা/৫৪২; ইবনু মাজাহ হা/১২৭৯; ইবনু খুযাইমা হা/১৪৩৮-৩৯; দারাকুতনি হা/১৭১৫; বাইহাকি, হা/৬১৭৩; তাহাবি ২/৩৯৯; শরহে সুন্নাত ৪/৩০৮; ইবনু আদি ২/২৭৩]
❏ আব্দুল্লাহ বিন আমর বিন আস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ
أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَبَّرَ فِي صَلاَةِ الْعِيدِ سَبْعًا وَخَمْسًا
-নাবী ﷺ ঈদের সালাতে পর্যায়ক্রমে (প্রথম ও দ্বিতীয় রাক’আত) সাত ও পাঁচ তাকবীর দিতেন। [সুনান আবু দাউদ হা/১১৫১-৫২; বায়হাকি কুবরা হা/৬১৭১-৭২; ইবনু মাজাহ হা/১২৭৮; আহমাদ হা/৬৬৮৮; দারাকুতনি হা/১৭১৩-১৪; আব্দুর রাজ্জাক হা/৫৬৭৭; তারীখে বাগদাদ ৪/৪৭৬; আবু শাইবা ২/৭৮; তাহাবি ২/৩৯৮; কিতাবুল মুনতাকা হা/২৬২]
أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَبَّرَ فِي صَلاَةِ الْعِيدِ سَبْعًا وَخَمْسًا
-নাবী ﷺ ঈদের সালাতে পর্যায়ক্রমে (প্রথম ও দ্বিতীয় রাক’আত) সাত ও পাঁচ তাকবীর দিতেন। [সুনান আবু দাউদ হা/১১৫১-৫২; বায়হাকি কুবরা হা/৬১৭১-৭২; ইবনু মাজাহ হা/১২৭৮; আহমাদ হা/৬৬৮৮; দারাকুতনি হা/১৭১৩-১৪; আব্দুর রাজ্জাক হা/৫৬৭৭; তারীখে বাগদাদ ৪/৪৭৬; আবু শাইবা ২/৭৮; তাহাবি ২/৩৯৮; কিতাবুল মুনতাকা হা/২৬২]
❏হযরত আয়িশাহ (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন,
أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَبَّرَ فِي الْفِطْرِ وَالأَضْحَى سَبْعًا وَخَمْسًا سِوَى تَكْبِيرَتَىِ الرُّكُوعِ
-রাসুল ﷺ ঈদুল ফিতর ও ঈদুল আযহার সলাতে প্রথম রাকাতে সাত ও ২য় রাকাতে পাঁচ তাকবীর দিতেন। [ইবনু মাজাহ হা/১২৮০; আবু দাউদ হা/১১৫০; দারাকুতনি হা/১৭১০; বায়হাকি হা/৬১৭৫; তাহাবি ২/৩৯৯]
أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَبَّرَ فِي الْفِطْرِ وَالأَضْحَى سَبْعًا وَخَمْسًا سِوَى تَكْبِيرَتَىِ الرُّكُوعِ
-রাসুল ﷺ ঈদুল ফিতর ও ঈদুল আযহার সলাতে প্রথম রাকাতে সাত ও ২য় রাকাতে পাঁচ তাকবীর দিতেন। [ইবনু মাজাহ হা/১২৮০; আবু দাউদ হা/১১৫০; দারাকুতনি হা/১৭১০; বায়হাকি হা/৬১৭৫; তাহাবি ২/৩৯৯]
❏সাদ বিন আয়িয (রাঃ) বলেন,
كَانَ يُكَبِّرُ فِي الْعِيدَيْنِ فِي الأُولَى سَبْعًا قَبْلَ الْقِرَاءَةِ وَفِي الآخِرَةِ خَمْسًا قَبْلَ الْقِرَاءَةِ
-রাসুল ﷺ দুই ঈদের সালাতে প্রথম রাকাতে কুরআন পাঠের পূর্বে সাত তাক্ববীর এবং দ্বিতীয় রাক্’আতে কুরআন পাঠের পূর্বে পাঁচ তাকবীর দিতেন। [দারিমী হা/১৬০৬; ইবনু মাজাহ হা/১২৭৭]
كَانَ يُكَبِّرُ فِي الْعِيدَيْنِ فِي الأُولَى سَبْعًا قَبْلَ الْقِرَاءَةِ وَفِي الآخِرَةِ خَمْسًا قَبْلَ الْقِرَاءَةِ
-রাসুল ﷺ দুই ঈদের সালাতে প্রথম রাকাতে কুরআন পাঠের পূর্বে সাত তাক্ববীর এবং দ্বিতীয় রাক্’আতে কুরআন পাঠের পূর্বে পাঁচ তাকবীর দিতেন। [দারিমী হা/১৬০৬; ইবনু মাজাহ হা/১২৭৭]
■এছাড়াও আরো অনেক হাদীস রয়েছে।
নীচে এক নজরে কোন গ্রন্থে কতটি করে হাদীস এসেছে তা জানিয়ে দেওয়া হলোঃ
=========================================
✏ আবুদাউদ শরীফের হাদীস ৪ টি ।
✏ তিরমিযী শরীফের হাদীস ৫ টি ।
✏ সুনান ইবনেমাজাহর হাদীস ৪ টি ।
✏ মুআত্তা মালিকের হাদীস ১ টি ।
✏ মুআত্তা মুহাম্মাদের হাদীস ১ টি ।
✏ সহীহ ইবনু খুযাইমাহর হাদীস ২ টি ।
✏ সুনানে দারাকুৎনীর হাদীস ১১ টি ।
✏ মুস্তাদরাকে হাকিমের হাদীস ৭ টি ।
✏ শারহুস সুন্নাহর হাদীস ২ টি ।
✏ মাসায়েলুল খিলাফ ফিল ফিকহ এর হাদীস ৪ টি ।
✏ মুসনাদ ইমাম শাফিয়ীর হাদীস ৪ টি ।
✏ আল্লামা জালালুদ্দীন সুয়ুতীর তাযয়ীনুল মামালিক মানাকিবি ইমাম মালিক এর হাদিস ৪ টি ।
✏ ইমাম শাফিয়ীর কিতাবুল উম্ম এর হাদীস ৭ টি ।
✏ আবু বকর বিন মুনযির নিশাপুরীর আওসাত এর হাদীস ৬ টি ।
✏ শারহে মাআনিল আসার বা তাহাবী শরীফের হাদীস ১৩ টি ।
✏ মাম মালিকের মুদাওয়ানাতুল কুবরার হাদীস ৪ টি ।
✏ সান্নাফে আব্দুর রাযযাকের হাদীস ১০ টি ।
✏ সুনানে কুবরা বাইহাকী শরীফের হাদীস ১৬ ।
✏ মুসান্নাফে আবী শাইবার হাদীস ১৩ টি ।
✏ ইমাম দারাকুৎনীর ইলালুর ওয়ারীদার হাদীস ৩ টি ।
✏ মুসনাদে আহমাদের হাদীস ৪ টি ।
✏ ইমাম বাইহাকীর সুনানুস সাগীর এর হাদীস ৫ টি ।
✏ তাবারানী শরীফের হাদীস ৫ টি ।
✏ মুসনাদে বাযযারের হাদীস ২ টি ।
✏ দারীমী শরীফের হাদীস ১ টি ।
✏ ইমাম বাইহাকীর মা'রেফাতুস সুনানের হাদীস ১৩ টি ।
✏ ফিকহুস সুনান ওয়াল আসারের হাদীস ১ টি ।
নীচে এক নজরে কোন গ্রন্থে কতটি করে হাদীস এসেছে তা জানিয়ে দেওয়া হলোঃ
=========================================
✏ আবুদাউদ শরীফের হাদীস ৪ টি ।
✏ তিরমিযী শরীফের হাদীস ৫ টি ।
✏ সুনান ইবনেমাজাহর হাদীস ৪ টি ।
✏ মুআত্তা মালিকের হাদীস ১ টি ।
✏ মুআত্তা মুহাম্মাদের হাদীস ১ টি ।
✏ সহীহ ইবনু খুযাইমাহর হাদীস ২ টি ।
✏ সুনানে দারাকুৎনীর হাদীস ১১ টি ।
✏ মুস্তাদরাকে হাকিমের হাদীস ৭ টি ।
✏ শারহুস সুন্নাহর হাদীস ২ টি ।
✏ মাসায়েলুল খিলাফ ফিল ফিকহ এর হাদীস ৪ টি ।
✏ মুসনাদ ইমাম শাফিয়ীর হাদীস ৪ টি ।
✏ আল্লামা জালালুদ্দীন সুয়ুতীর তাযয়ীনুল মামালিক মানাকিবি ইমাম মালিক এর হাদিস ৪ টি ।
✏ ইমাম শাফিয়ীর কিতাবুল উম্ম এর হাদীস ৭ টি ।
✏ আবু বকর বিন মুনযির নিশাপুরীর আওসাত এর হাদীস ৬ টি ।
✏ শারহে মাআনিল আসার বা তাহাবী শরীফের হাদীস ১৩ টি ।
✏ মাম মালিকের মুদাওয়ানাতুল কুবরার হাদীস ৪ টি ।
✏ সান্নাফে আব্দুর রাযযাকের হাদীস ১০ টি ।
✏ সুনানে কুবরা বাইহাকী শরীফের হাদীস ১৬ ।
✏ মুসান্নাফে আবী শাইবার হাদীস ১৩ টি ।
✏ ইমাম দারাকুৎনীর ইলালুর ওয়ারীদার হাদীস ৩ টি ।
✏ মুসনাদে আহমাদের হাদীস ৪ টি ।
✏ ইমাম বাইহাকীর সুনানুস সাগীর এর হাদীস ৫ টি ।
✏ তাবারানী শরীফের হাদীস ৫ টি ।
✏ মুসনাদে বাযযারের হাদীস ২ টি ।
✏ দারীমী শরীফের হাদীস ১ টি ।
✏ ইমাম বাইহাকীর মা'রেফাতুস সুনানের হাদীস ১৩ টি ।
✏ ফিকহুস সুনান ওয়াল আসারের হাদীস ১ টি ।
►►আরো কিছু হাদীস বিদ্যমান যা প্রমাণ করে, তাকবিরে তাহরিমা বাদে প্রথমে ৭ এবং পরের রাকাতে ৫ তাকবির দিতে হবে। র্বমোট প্রায় ১৫২ টি হাদীস রয়েছে ১২ তাকবীরের পক্ষে, আলহামদুলিল্লাহ!
আল্লাহ আমাদেরকে সহীহ সুন্নাহ অনুযায়ী সালাত আদায় করার তৌফিক দান করুন, আমিন...!
No comments:
Post a Comment