Monday, January 25, 2016

সিলসিলা সহীহ:643




রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সালাতের (নামাযের) ছওয়াব তিনভাগে বিভক্ত। একভাগ পবিত্রতার (ওযু) মাধ্যমে দ্বিতীয় ভাগ রুকুর মাধমে তৃতীয় ভাগ সিজদার মাধ্যমে। যে এইগুলি পূর্ণ আদায় করলো তাঁর সালাত গ্রিহীত হল এবং সমস্ত আমলও গ্রিহীত হল। আর যার সালাত গ্রহণ করা হবে না, তাঁর কোন আমলই গ্রহণ করা হবে না !
(সিলসিলা সহীহাহ হা/৬৪৩)
:
সুতরাং ওযু ঠিকভাবে না হলে নামাযের তিন ভাগের এক ভাগ ছওয়াব কাটা যাবে। আর রুকু না হলে আরেক ভাগ কাটা যাবে। এবং সিজদা ঠিক মত না হলে আরেকভাগ কাটা যাবে। আর ওযু, রুকু, সিজদা কোনটাই ঠিকমত আদায় না করলে নামায বাতিল বলে গণ্য হবে। অনেকেই তারাহুরা কএর রুকু এবং সিজদা করে এবং কোনরকম তাড়াতাড়ি করে ওযু করে যাতে ওযু ঠিকমত হয় না। সে বুঝতেই পারে না এতে করে সে যে কষ্ট করে সলাত আদায় করেছে সেটা বাতিল হয়েছে। সুতরাং তাড়াতাড়ি রুকু সিজদা করবেন না। এবং ওযু ঠিকভাবে করবেন। আল্লাহ্‌ আমাদের সঠিক বুঝে মেনে চলার তৌফিক দিন। আমীন। 

No comments:

Post a Comment