ইসলামে অশুভ কুলক্ষন বলতে কিছু নেই। যদি কেউ মনে করে তাহলে শিরক করলো।
.
- জোড়া কলা খেলে জোড়া বাচ্চা হবে
- বাইরে কুকুর , বিড়াল কান্না করছে তাই বিপদ আসতেছে মনে করা
- হাত থেকে কিছু পরে গেলে মেহমান আসবে মনে করা
- বাইরে জাবার সময় বাধা পেলে সেটা অশুভ মনে করে একটু বসা
- গরুকে লাত্থি মারা যায় না মনে করা
- ধানের উপর দিয়ে হাটা যায় না মনে করা
- ধানের কুলাতে পা লাগালে অশুভ মনে করা
- কাগজ ছিড়লে ঋণ হয় মনে করা
- হামাগুরি দিলে অশুভ মনে করা
.
এমন যত অশুভ কুলক্ষন মনে করা কাজ কথা আছে সবি শিরক । মুলত কখন বিপদ আসবে, কখন ভালো হবে না মন্দ হবে এই জ্ঞান আল্লহার কাছে। আর বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ্ , জড়া কলা নয়
No comments:
Post a Comment